ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

টঙ্গীতে কিশোর গ্যাং নিয়ন্ত্রণে পুলিশের বিশেষ তৎপরতা

প্রকাশিত: ২১:৫১, ৯ জুন ২০২১

টঙ্গীতে কিশোর গ্যাং নিয়ন্ত্রণে পুলিশের বিশেষ তৎপরতা

নিজস্ব সংবাদদাতা, টঙ্গী ॥ কিশোর গ্যাং নিয়ন্ত্রণে স্কুল পড়ুয়া কিশোরদের সন্ধ্যার পর ঘরের বাইরে আড্ডা দেয়া বন্ধে বিশেষ ব্যবস্হা নিয়েছে গাজীপুর মহানগর পুলিশের টঙ্গী দক্ষিণ জোনের উপপুলিশ কমিশনার ইলতুৎমিশ। ঘোষণা দেয়া হয়েছে, এখন থেকে টঙ্গীর রাস্তায় রাস্তায় অলিগলি পাড়া মহল্লায় পুলিশী টহল জোরদারের পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণে কাজ করবে দিনরাত। সন্ধ্যায় টঙ্গীর বিভিন্ন এলাকা থেকে পুলিশী অভিযান চালিয়ে বিনা প্রয়োজনে বাইরে আড্ডা দেয়া বেশ কিছু কিশোরদের টঙ্গী পূর্ব থানায় নিয়ে আসা হয়। পুলিশ হেফাজতে নিয়ে আসা এসব কিশোরদের শৃংখল জীবনে ফিরিয়ে আনার লক্ষ্যে অভিভাবকদেরও ডেকে আনা হয়। কিশোর পুলিশ অভিভাবকদের ত্রিমুখী আলোচনায় কিশোরদের কাউন্সিলিং শেষে যার যার অভিভাবকদের জিম্মায় এসব কিশোরদের বুঝিয়ে দেয়া হয়। সামাজিক অবক্ষয় রোধে সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের বিষয়ও আলোচনা হয় কাউন্সিলিংয়ে। গাজীপুর মহানগর পুলিশের টঙ্গী দক্ষিণ জোনের উপপুলিশ কমিশনার ইলতুৎমিশ আরো বলেন, সন্ধ্যার পর বাইরে আড্ডা দেয়া থেকে বিভিন্ন অপরাধ প্রবনতা বৃদ্ধি পায়। কিশোররা মাদকাসক্তি, ইভটিজিংসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পরে। তাই কিশোরদের টঙ্গী জোনের কোন এলাকায় কোন ক্রমেই সন্ধ্যার পর বাইরে আড্ডা দেয়া বন্ধ করা হবে। এ ব্যাপারে অভিভাবকের দায়িত্ব নিয়ে সন্তানদের প্রতি সর্তক দৃষ্টি রাখার আহব্বান জানানো হয়। কাউন্সিলিং সভায় উপস্থিত ছিলেন, টঙ্গী জোনের সহকারি পুলিশ কমিশনার পীযূষ কুমার দে, টঙ্গী পূর্ব থানার ওসি জাভেদ মাসুদ, এবং ওসি তদন্ত দেলোয়ার হোসেন চৌধুরী প্রমুখ।
×