ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আয়ান আব্রাজ

তারকাদের পতন ॥ ফ্রেঞ্চ ওপেন

প্রকাশিত: ২১:৩৫, ৯ জুন ২০২১

তারকাদের পতন ॥ ফ্রেঞ্চ ওপেন

চলছে ফ্রেঞ্চ ওপেনের লড়াই। রোঁলা গ্যারোঁর ১২৫তম সংস্করণের প্রথম সপ্তাহেই বিদায় নেন ফেবারিটদের অনেকে। এই সময়ে শীর্ষ ১০ বাছাইয়ের মধ্যে সাতজনই বিদায় নেন। দ্বিতীয় সপ্তাহে এই তালিকাটা আরও একটি বড় হয়েছে। এ্যাঞ্জেলিক কারবার-ভেনাস উইলিয়ামস রোঁলা গ্যারোঁ থেকে ছিটকে পড়েন প্রথম দিকেই। সর্বশেষ এই তালিকায় যোগ হয়েছে ভিক্টোরিয়া আজারেঙ্কা এবং সেরেনা উইলিয়ামসের নামও। মাঝে নাওমি ওসাকার সংবাদ সম্মেলনে যোগদান না করাকে কেন্দ্র করেও জল ঘোলা হয়েছে বেশ। শেষ পর্যন্ত তো সরে দাঁড়াতেই বাধ্য হয়েছেন জাপানি তারকা। সংবাদ সম্মেলনে যোগদান করতে গিয়ে পায়ে আঘাত পেয়ে সরে দাঁড়িয়েছেন পেত্রা কেভিতোভাও। তারপরও প্যারিসের লড়াই চলছে বেশ। গোটা দুনিয়ার ভক্ত-অনুরাগীদের রোমাঞ্চ ছড়াচ্ছেন কোকো গফ-ইগা সুইয়াটেকরা। প্যারিস ওপেনের প্রথম দিনেই ভক্ত-অনুরাগীদের হতাশ করেন এ্যাঞ্জেলিক কারবার। তিনবারের গ্র্যান্ডস্লাম চ্যাম্পিয়ন যে প্রথম রাউন্ড থেকেই ছিটকে যান এবার! তাও আবার বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের ১৩৯ নম্বরে থাকা এ্যানহেলিনা কালিনিনার কাছে ৬-২ এবং ৬-৪ ব্যবধানে হেরে। এর ফলে টানা তিনবার ফ্রেঞ্চ ওপেনের প্রথম রাউন্ড থেকে বিদায় নেয়ার লজ্জার ইতিহাস গড়েন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক এই নাম্বার ওয়ান তারকা। ফ্রেঞ্চ ওপেন ছাড়া বাকি তিন গ্র্যান্ডস্লামের সবকটিতেই চ্যাম্পিয়ন হয়েছেন জার্মান তারকা। কিন্তু প্যারিসে তার সফলতা কেবল কোয়ার্টার ফাইনালে পৌঁছা। ২০১২ এবং ২০১৮ সালে। এর পরের তিনবারই প্রথম রাউন্ড থেকে ছিটকে যান তিনি। এর ফলে তার ক্যারিয়ারও শেষ দেখে ফেলেছেন টেনিসবোদ্ধাদের অনেকে। বিশ্ব টেনিসে এই মুহূর্তের সেরা তারকা বলা চলে নাওমি ওসাকাকে। কেননা সর্বশেষ দুই গ্র্যান্ডস্লামেরই যে চ্যাম্পিয়ন তিনি। সব মিলিয়ে চারটি গ্র্যান্ডস্লামের মালিক জাপানের এই তরুণী। ফ্রেঞ্চ ওপেনেও জয় দিয়ে মিশন শুরু করেছিলেন র‌্যাঙ্কিংয়ের দুই নম্বরে থাকা ওসাকা। নিজের প্রথম ম্যাচে রোমানিয়ার প্যাট্রিসিয়া মারিয়াকে সরাসরি সেটে ৬-৪ এবং ৭-৬ (৪) গেমে পরাজিত করেছিলেন তিনি। কিন্তু দ্বিতীয় পর্বে কোর্টে নামার আগেই ফরাসী ওপেন থেকে নাম প্রত্যাহার করে নেন জাপানী তারকা। এ প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে চার গ্র্যান্ডস্লামের মালিক লিখেছেন, ‘আমার মনে হয়, এই টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করাই উচিত। কারণ তাতে আমি আরও ভাল থাকব। পাশাপাশি আমি নাম প্রত্যাহার করে নিলে বাকিরা প্যারিসের জন্য আরও বেশি করে মনোসংযোগ করতে পারবে।’ বর্তমান বিশ্বে সবচেয়ে বেশি উপার্জনকারী মহিলা এ্যাথলেট ওসাকা। রোঁলা গারোঁয় টুর্নামেন্ট শুরুর আগেই সংবাদমাধ্যমকে বয়কট করেছিলেন তিনি। বলেছিলেন, ‘আমি কারোর মনোসংযোগে ব্যাঘাত ঘটাতে চাই না। বর্তমানে আমার সময়টা ঠিক যাচ্ছে না। এই বার্তাটা আমি আরও স্পষ্টভাবে দিয়ে দিতে চাই। সব থেকে বড় কথা, আমি নিয়ে মানসিক স্বাস্থ্যের ব্যাপারটাও তুচ্ছ করতে চাই না কিংবা হালকাভাবে নিতে চাই না।’ এবার পেত্রা কেভিতোভার কপালও খারাপ। প্যারিসে প্রথম পর্বের বাধা অতিক্রম করার পর সংবাদ সম্মেলনে যাওয়ার সময়ই বিপত্তি বাধে তার। প্রথম পর্বে দুইবারের উইম্বলডনজয়ী চেক তারকা ৬-৭ (৭-৩), ৭-৬ (৭-৫) এবং ৬-১ গেমে হারান বেলজিয়ামের গিত মিনেনকে। এরপর সংবাদ সম্মেলনে যোগ দিতে গিয়েই পা হড়কে পড়ে যান ৩১ বছরের এই তারকা। গোড়ালিতে গুরুতর চোট পান তিনি। যে কারণে টুর্নামেন্ট থেকেই নাম প্রত্যাহার করে নিতে বাধ্য হন কেভিতোভা। দুর্ভাগ্য রোঁলা গ্যারোঁর শীর্ষ বাছাই এ্যাশলে বার্টিরও। ইনজুরির কারণে টুর্নামেন্ট থেকে যে নাম প্রত্যাহার করে নিতে বাধ্য হয়েছেন অস্ট্রেলিয়ান তারকা। বেলারুশের তরুণ প্রতিভাবান খেলোয়ার এ্যারিনা সাবালেঙ্কা। তার উপরে ভক্ত-অনুরাগীদের প্রত্যাশা ছিল এবার। কিন্তু তৃতীয় রাউন্ড থেকেই ছিটকে যান তিনি। বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের ৩১ নম্বরে থাকা এ্যানাস্তাসিয়া পাভলিউচেঙ্কোভা ৬-৪, ২-৬ এবং ৬-০ ব্যবধানে পরাজিত করেন বেলারুশ সুন্দরীকে। এলিনা সিতলিনাও এগুতে পারেননি প্যারিস ওপেনে। চেক প্রজাতন্ত্রের অবাছাই বারবোরা ক্রেসিকোভার কাছে ৬-৩ এবং ৬-২ ব্যবধানে হেরে মৌসুমের দ্বিতীয় গ্র্যান্ডস্লাম টুর্নামেন্ট থেকে বিদায় নেন তিনি। সেইসঙ্গে শীর্ষ দশ বাছাইয়ের মধ্যে সপ্তম খেলোয়াড় হিসেবে ফ্রেঞ্চ ওপেনের প্রথম সপ্তাহেই বিদায় নেন ইউক্রেনের এই তারকা। জয়রথ থেমে যায় ভিক্টোরিয়া আজারেঙ্কা এবং সেরেনা উইলিয়ামসেরও। ফ্রেঞ্চ ওপেনের শেষ ষোলো থেকেই ছিটকে যান তারা। চতুর্থ পর্বের ম্যাচে এলিনা রিবাকিনার কাছে ৬-৩ এবং ৭-৫ ব্যবধানে হেরে রোঁলা গ্যারোঁ থেকে বিদায় নেন সেরেনা। যার ফলে ক্যারিয়ারে ২৪তম গ্র্যান্ডস্লাম জয়ের অপেক্ষাটা আরও বেড়ে গেল সেরেনা উইলিয়ামসের। বিদায় নিয়েছেন আমেরিকান তারকা স্লোয়ানে স্টিফেন্সও। বারবোরা ক্রেসিকোভার কাছে ৬-২ এবং ৬-০ গেমে হেরে। মাত্র ৬৭ মিনিটে! এর আগে ফ্রেঞ্চ ওপেন থেকে বিদায় নেন ভিক্টোরিয়া আজারেঙ্কাও। এ্যানাস্তাসিয়া পাভলিউচেঙ্কোভার কাছে হেরে শেষ ষোলো থেকেই বিদায় নেন তিনি। রাশিয়ার পাভলিউচেঙ্কোভা ৫-৭, ৬-৩ এবং ৬-২ ব্যবধানে পরাজিত করেন বেলারুশ সুন্দরীকে। সেইসঙ্গে ১০ বছর পর আবারও ফ্রেঞ্চ ওপেনের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেন তিনি।
×