ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মোঃ জাহিদুল ইসলাম-এর তিনটি ছড়া

প্রকাশিত: ২২:৩১, ৫ জুন ২০২১

মোঃ জাহিদুল ইসলাম-এর তিনটি ছড়া

বুক ফেটে যায় একটি শিশুর পা কেড়েছে মায়ের কাছে বলছে কোমলমতি একটি শিশুর মুখ-ই গেছে ঝলসে। একটি শিশুর শান্ত দুচোখ খুঁজছে শুধু মাকে মাও যে তার পুড়ে গেছে কে বোঝাবে তাকে! লাশের পরে লাশের সারি আহা করুণ দৃশ্য পাহাড় নদী বলছে দেখ মানবতা নিঃস্ব ভুল কি ছিল বল না তার এমন পরিণাম! মানবতা সবার আগে ওরে পাষাণ- থাম। * ওরা কারা ওরা কারা যুদ্ধ করে? মানুষ মারে এমন ওদের ঘরে নেইকো বুঝি আমার মতো খোকন! ওদের বুঝি কেউ ডাকে না বাবা-চাচা বলে তাই বুঝি কি ওদের হাতে বোমা-বারুদ জ্বলে। ওদের বুঝি নেইকো বাবা পায়নি মারও আদর তাই বুঝি কি ওদের এমন পশুর মতো আচার। * মানবতা জেগে উঠুক বিশ্ববাসী নির্বাক দেখে এমন বর্বরতা নির্বিচারে মানুষ মরে কোথায় মানবতা! ঝলসে গেছে কারও শরীর কেউ বা পুড়ে কয়লা গোলা-বারুদ মানুষের নয় পশুর হাতের বয়লা। বর্বরতা নয়তো মানুষ তোমার পরিচয় শুনছো না কি শত হাজার প্রাণের অণুনয় রক্তপাতে শান্তি তো নেই মিছে জুলুম করা মানবতা জেগে উঠুক হাসুক বসুন্ধরা।
×