ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

১০ জুনের মধ্যে বেসরকারী বিশ্ববিদ্যালয়ের কর বাতিল দাবি

প্রকাশিত: ২১:৫৭, ৫ জুন ২০২১

১০ জুনের মধ্যে বেসরকারী বিশ্ববিদ্যালয়ের কর বাতিল দাবি

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ আগামী ১০ জুনের মধ্যে বেসরকারী কলেজ-বিশ্ববিদ্যালয়ের আয়ের ওপর ১৫ শতাংশ করারোপের প্রস্তাব বাতিলের দাবি জানিয়েছেন বেসরকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অন্যথায় কঠোর কর্মসূচীর হুঁশিয়ারি দেন তারা। শুক্রবার দুপুর ২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানান। ‘নো ভ্যাট অন এডুকেশন’ ব্যানারে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইউরোপিয়ান ইউনিভার্সিটির শিক্ষার্থী মুক্ত রেজোয়ান। সংবাদ সম্মেলনে ছয়টি দাবি উত্থাপন করা হয়। সেগুলো হলো ১৫ শতাংশ ভ্যাট বাতিল করতে হবে; বিশ্ববিদ্যালয়ের আয়-ব্যয়ের হিসাব ইউজিসিকে খতিয়ে দেখতে হবে; সকল বেসরকারী বিশ্ববিদ্যালয়ে অভিন্ন টিউশন ফি নীতিমালা প্রণয়ন করতে হবে; সকল বেসরকারী বিশ্ববিদ্যালয়ে অভিন্ন গ্রেডিং পদ্ধতি চালু করতে হবে; গবেষণা খাতে বরাদ্দ বাড়াতে হবে; শিক্ষার্থীদের শিক্ষাজীবন নিশ্চিতে প্রণোদনা দিতে হবে।
×