ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অনলাইনেই হচ্ছে জাবির চূড়ান্ত পরীক্ষা

প্রকাশিত: ২২:১১, ৩ জুন ২০২১

অনলাইনেই হচ্ছে জাবির চূড়ান্ত পরীক্ষা

জাবি সংবাদদাতা ॥ করোনা পরিস্থিতি বিবেচনা করে অনলাইনে বিভিন্ন বর্ষের চূড়ান্ত পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয় প্রশাসন। বুধবার অনুষ্ঠিত এক সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। ২৭ মে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের বৈঠকে অনলাইনে পরীক্ষা নেয়া বিষয়ে সুপারিশকৃত প্রস্তাব এই সিন্ডিকেট অনুমোদন করেছে। কার্যবিবরণী বের হলে বিভাগগুলো এই অধ্যাদেশ অনুযায়ী পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করবে। সিন্ডিকেট সদস্য অধ্যাপক রাশেদা আখতার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জনকণ্ঠকে জানান, একাডেমিক কাউন্সিলের প্রস্তাবটি সিন্ডিকেট অনুমোদন করেছে। পরীক্ষার আগে কিছু প্রস্তুতির বিষয় আছে। আগামী তিন সপ্তাহের ভেতরে আমাদের পরীক্ষা শুরু করার পরিকল্পনা আছে। এর ভেতরে অনলাইনে পরীক্ষার বিষয়ে শিক্ষক এবং শিক্ষার্থীদের প্রস্তুতি সম্পন্ন হবে। অনলাইনে পরীক্ষা গ্রহণের ক্ষেত্রে শিক্ষার্থীদের প্রতি শিক্ষকদের সহানুভূতিশীল হতে হবে। অনলাইনে পরীক্ষা গ্রহণ সংক্রান্ত টেকনিক্যাল কমিটির সদস্য সহযোগী অধ্যাপক মোহাম্মদ নাজমুল ইসলাম একাডেমিক কাউন্সিলের সুপারিশটি সিন্ডিকেট সভায় উপস্থাপন করেন। তিনি জানান, অনলাইন পরীক্ষাতে এ্যাসাইনমেন্টে ১০ নম্বর, একটি নির্দিষ্ট সময় সীমাবদ্ধ অনলাইন এক্সামে ১০ নম্বর এবং ভাইভাতে ৩০ নম্বর রাখা হয়েছে। এই ৫০ নম্বরকে আবার ৭০ নম্বরে রূপান্তর করা হবে। পাশাপাশি ক্লাস টিউটোরিয়াল পরীক্ষার ২০ নম্বর এবং ক্লাসে উপস্থিতির ১০ নম্বর। এই ১০০ নম্বরে পরীক্ষা নেয়া হবে। উপস্থিতির নম্বর গণনার বিষয়ে তিনি জানান, সশরীরে সম্পন্ন ক্লাসগুলো যদি ৫০ শতাংশের বেশি হয়ে থাকে তবে সেই ৫০ শতাংশকে ধরে মার্কস গণনা করা হবে। তবে অনলাইন ক্লাসসমূহের ক্ষেত্রে মার্কস গণনা করা হবে না। অনলাইনে ৫০ শতাংশের বেশি ক্লাস হলে সেক্ষেত্রে এ্যাসাইনমেন্ট বা অন্য কোনভাবে এই ১০ মার্কস পূরণ করতে হবে।
×