ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

করোনা টিকা দেয়ার পর খুলবে হল-ক্যাম্পাস

প্রকাশিত: ২২:৩৯, ২ জুন ২০২১

করোনা টিকা দেয়ার পর খুলবে হল-ক্যাম্পাস

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কোভিড-১৯ টিকা দেয়ার পর আবাসিক হলগুলো খুলে দেয়া হবে। এভাবেই শিক্ষার্থীদের সরাসরি উপস্থিতিতে শিক্ষা কার্যক্রম আগের মতো চালু হবে। এছাড়া বিশ্ববিদ্যালয়গুলোকে শর্ত সাপেক্ষে সরাসরি ও অনলাইনে পরীক্ষা নেয়ার অনুমতি দেয়া হয়েছে। সোমবার পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো খোলার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়, ইউজিসি ও উপাচার্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি। মঙ্গলবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মাহবুব হোসেনের সঞ্চালনায় ভার্চুয়াল সভায় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ, ইউজিসি সদস্য প্রফেসর ড. দিল আফরোজা বেগম, প্রফেসর ড. মোঃ সাজ্জাদ হোসেন, প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর, প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ, প্রফেসর ড. মোঃ আবু তাহের, পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যবৃন্দ, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি ও মহাসচিব, কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটির সভাপতি, শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসির সচিব যুক্ত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষাজীবন সচল ও নিরাপদ রাখার স্বার্থে সভায় চারটি সিদ্ধান্ত গৃহীত হয়। সেগুলো হলো- প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে অগ্রাধিকার ভিত্তিতে দ্রুততম সময়ের মধ্যে করোনার টিকা দেয়া হবে যেটি আবাসিক হলগুলোর শিক্ষার্থীদের দিয়ে শুরু হবে; ইউজিসি শর্তসাপেক্ষে সশরীরে পরীক্ষা গ্রহণ এবং অনলাইনে পরীক্ষা গ্রহণের জন্য যে দুটি নির্দেশনা দিয়েছিল, তা নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলে অনুমোদনের মাধ্যমে চূড়ান্ত পরীক্ষা গ্রহণ ও মূল্যায়ন করা হবে; শিক্ষার্থীদের যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে নেয়ার জন্য প্রতিটি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সক্ষমতা ও বাস্তবতা অনুযায়ী একটি রিকভারি প্ল্যান প্রস্তুত করে তা বাস্তবায়নে কার্যক্রম গ্রহণ করবে। এই রিকভারি প্ল্যান একটি সাধারণ গাইডলাইন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন প্রস্তুত করে বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠাবে। হল-ক্যাম্পাস খোলার দাবিতে রাস্তায় ৭ কলেজ শিক্ষার্থীরা ॥ স্বাস্থ্যবিধি মেনে হল-ক্যাম্পাস খুলে দেয়ার দাবিতে অবরোধ কর্মসূচী পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর সাত কলেজের শিক্ষার্থী। পূর্বঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে মঙ্গলবার রাজধানীর নীলক্ষেত মোড়ে তারা এই কর্মসূচী পালন করে। কর্মসূচীতে ইডেন কলেজ, ঢাকা কলেজ, বাংলা কলেজ এবং তিতুমীর কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। আগামীকাল ৩ জুন আবারও অবরোধ কর্মসূচী পালনের ঘোষণা দিয়েছেন তারা। কর্মসূচীতে অংশ নেয়া শিক্ষার্থীরা বলেন, ‘করোনার কারণে টানা ১৪ মাস শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও পুনরায় চালু করা নিয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে কোন রোডম্যাপ ঘোষণা করা হয়নি। বরং পরিকল্পনা ছাড়া একের পর এক তারিখ ঘোষণা করে প্রহসন করা হয়েছে। অনলাইন ক্লাস চালু হলেও বিভিন্ন কারণে অনেক শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারেননি। তাই অবিলম্বে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবি জানাই।
×