ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিশ্ববিদ্যালয় খুলে দেয়ার পক্ষে জবি শিক্ষক সমিতি

প্রকাশিত: ০০:৩৮, ২৯ মে ২০২১

বিশ্ববিদ্যালয় খুলে দেয়ার পক্ষে জবি শিক্ষক সমিতি

জবি সংবাদদাতা ॥ বিশ্ববিদ্যালয় খুলে দিয়ে স্বাস্থ্যবিধি মেনে সশরীরে শিক্ষা কার্যক্রম শুরু করার পক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। শুক্রবার ফোনালাপে এমন তথ্য জানিয়েছেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোঃ নূরে আলম আবদুল্লাহ। তিনি বলেন, আমরা অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে বিশ্ববিদ্যালয় খুলে দেয়ার পক্ষে। এ বিষয়ে শীঘ্রই আমরা একটি মিটিং করব। টিকা পাবে জবি শিক্ষার্থীরা ॥ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা করোনা টিকা পাবে। মন্ত্রণালয় থেকে চাওয়া হয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের তথ্য। শুক্রবার ফোনালাপে এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ। তিনি আরও জানান, বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি টিকা পায় তাহলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবশ্যই টিকা পাবে।
×