ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

হোয়াটসএ্যাপের বিতর্কিত নীতি কার্যকর

প্রকাশিত: ২১:১২, ২৯ মে ২০২১

হোয়াটসএ্যাপের বিতর্কিত নীতি কার্যকর

ব্যক্তিগত গোপনীয়তা (প্রাইভেসি পলিসি) সংক্রান্ত বিতর্কিত নীতি ১৬ মে থেকে কার্যকর করেছে হোয়াটসএ্যাপ। এই নীতি কার্যকরের আগে ব্যবহারকারীদের কয়েক মাস সময় বেঁধে দিয়েছিল ফেসবুকের মালিকানাধীন জনপিয় তাৎক্ষণিক বার্তা সেবা প্রতিষ্ঠানটি। তাদের এই সময়সীমা ১৫ মে নির্ধারিত ছিল। ফেব্রুারির শুরুতে তারা প্রথমে শর্ত দিয়েছিল, এই নীতি মেনেই হোয়াটসএ্যাপ ব্যবহার করা যাবে, নয়ত বিদায় নিতে হবে। নীতি না মানলে হোয়াটসএ্যাপ এ্যাকাউন্ট মুছে দেয়া হবে বলে ইতোপূর্বে হুঁশিয়ারি দেয়া হলেও সে অবস্থান থেকে কিছুটা সরে এসেছে হোয়াটসএ্যাপ। তারা এখন বলছে, নীতি না মেনেও হোয়াটসএ্যাপে থাকা যাবে, তবে পরিপূর্ণ সুবিধা বা ফিচার পাওয়া যাবে না। এর আগে কয়েক দিন আগে তারা ব্যবহারকারীদের এই সতর্কতাকে নোটিফিকেশনের মাধ্যমে পুনরায় মনে করিয়ে দিয়েছে। যারা এখনও তাদের নীতিকে সম্মতি দেননি, কেবল তারাই নোটিফিকেশন পেয়েছেন। হোয়াটসএ্যাপ জানিয়েছে, নির্ধারিত সময়সীমার আগেই দুই বিলিয়নেরও বেশি ব্যবহারকারী ইতোমধ্যে এই নীতিতে সম্মতি দিয়েছেন। ইউরোপ ও যুক্তরাজ্যের ব্যবহারকারীরা এই নীতিমালার আওতায় থাকবেন না, কারণ সেখানে গোপনীয়তা নিয়ে ভিন্ন আরেকটি আইন বলবৎ আছে।
×