ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আইটি ডটকম প্রতিবেদক

ডিজিটাল মাধ্যমে ব্র্যান্ডিংয়ের গুরুত্ব বাড়ছে

প্রকাশিত: ২১:১১, ২৯ মে ২০২১

ডিজিটাল মাধ্যমে ব্র্যান্ডিংয়ের গুরুত্ব বাড়ছে

অনেক আগে যখন মানুষ প্রযুক্তির ব্যবহার জানত না, সে সময় তারা জনসমাগম আছে এমন জায়গায় ঢোল পিটিয়ে কাস্টমারদের দৃষ্টি আকর্ষণ করে প্রচারণা চালাত। ধীরে ধীরে পরিবর্তিত হতে থাকল সভ্যতা, তার সঙ্গে পরিবর্তিত হতে থাকল বিজনেসে মার্কেটিংয়ের ধরন। পত্রিকা, বিলবোর্ড, রেডিও, টেলিভিশনের পরে বর্তমান সময়টা এখন ইন্টারনেটের। ইন্টারনেটের সঙ্গে যুক্ত সব মাধ্যম ডিজিটাল। আপনি এটিকে কোনভাবেই এড়িয়ে যেতে পারবেন না। আর বর্তমান কোভিড পরিস্থিতিতে ডিজিটাল মাধ্যমে ব্র্যান্ডিং কতটা বেড়েছে তা জানিয়েছেন স্বনামধন্য মার্কেটিং প্রফেশনাল সাজ্জাদ হোসাইন। দীর্ঘদিন ধরেই তিনি ব্র্যান্ড- মার্কেটিং সেক্টরে কাজ করছেন। তিনি বলেন সময়ের সঙ্গে তাল মেলাতে না পারলে মার্কেটে টিকে থাকা যাবে না। কোভিড পরবর্তী সময়ে ডিজিটাল প্ল্যাটফর্মে ব্র্যান্ডিং বহুলাংশে বেড়েছে। মানুষের হাতে স্মার্টফোন যেমন বেড়েছে তেমনি ইন্টারনেট, ফেসবুক ব্যবহারকারীর সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। কাস্টমারদের কাছে প্রোডাক্টের গুণাগুণ বিভিন্ন তথ্য ঘরে বসেই এখন জানানো সহজতর হচ্ছে। এ ছাড়াও কোভিড পরিস্থিতিকে ব্যালেন্স করার জন্য সময়োপযোগী, নতুনত্ব এবং মান উন্নয়ন বড় প্রভাব ফেলবে বলে মনে করেন তিনি। বাংলাদেশের একটি বড় কোম্পানি এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড (SMC) গ্রুপে মার্কেটিং ম্যানেজার (ফুড এ্যান্ড বেভারেজ) হিসেবে যুক্ত হয়েছেন তিনি। অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মে এসএমসি গ্রুপের বিভিন্ন পণ্য এখন ভোক্তার চাহিদা অনুযায়ী পৌঁছে যাচ্ছে। সাজ্জাদ হোসাইন মনে করেন অনলাইন প্ল্যাটফর্মে আগের চাইতে কেনাবেচা এখন কয়েক শ’ গুণ বেড়েছে। একসময়ে চার্টার্ড এ্যাকাউন্ট নিয়ে পড়ার ইচ্ছা থাকলেও পরবর্তীতে মার্কেটিং বিভাগে বিবিএ, এমবিএ শেষ করে নামী কোম্পানিতে ব্র্যান্ড নিয়ে কাজ করেছেন তিনি। একটি প্রাইভেট প্রতিষ্ঠানের সেলস ম্যানেজমেন্ট হিসেবে ইন্টার্ন করার সিদ্ধান্ত তার জীবনের টার্নিং পয়েন্ট বলে তিনি মনে করেন। কাজের প্রতি ইচ্ছাশক্তি ছিল বলেই আজ মার্কেটিং প্রফেশনাল হিসেবে নিজেকে এগিয়ে নিয়েছেন। তরুণদের উদ্দেশে মার্কেটিং প্রফেশনাল সাজ্জাদ হোসাইন বলেন, তরুণদের কাল্পনিক মনোভাব থেকে যত দ্রুত সম্ভব বের হতে হবে। চ্যালেঞ্জ নিয়ে সামনে এগিয়ে যেতে হবে, মার্কেটের চাহিদা বের করতে হবে সবসময়। প্রচুর এনালিটিকাল রিসার্চ করতে হবে,পাশাপাশি তাদের চিন্তাশক্তি বাড়াতে হবে। তিনি জনকণ্ঠকে জানান যে মানুষের চাওয়ার তো কোন শেষ নেই তবুও একটি স্বনামধন্য প্রতিষ্ঠানের বিজনেস লিডার হিসেবে নিজেকে দেখতে চাই।
×