ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবি রাবি শিক্ষক ও শিক্ষার্থীদের

প্রকাশিত: ২৩:৩৬, ২৬ মে ২০২১

শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবি রাবি শিক্ষক ও শিক্ষার্থীদের

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ শিক্ষার্থীদের ‘স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার’ দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। মঙ্গলবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে স্টুডেন্ট রাইটস এ্যাসোসিয়েশন আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানান তারা। বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী জাবেদুল ইসলাম মনির সঞ্চালনায় এতে সভাপতি ছিলেন সংগঠনটির সভাপতি কে এ এম সাকিব। এ সময় বক্তব্য দেন সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জেবা মাকসুরা, মতিউর পাটোয়ারী, রাবি ছাত্র ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান আসিফ প্রমুখ। সংগঠনের সভাপতি কে এম শাকিব বলেন, আমরা আমাদের শিক্ষা জীবন থেকে একটি বছর হারিয়েছি। আর একটি বছরও হারাতে চাই না। শিক্ষা ব্যবস্থা থেকে সকল শিক্ষার্থী বিচ্ছিন্ন হয়ে পড়ছে। অনেক শিক্ষার্থীর শিক্ষা জীবন হুমকির সম্মুখীন। সরকার এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের আন্তরিকতা আর ইচ্ছা থাকলে স্বাস্থ্যবিধি মেনে একাডেমির কার্যক্রম সচল করা সম্ভব। এ সময় শিক্ষার্থীরা জানান, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হওয়ার কারণে তারা অনলাইনে আসক্ত হয়ে পড়ছেন। হতাশা কাজ করছে তাদের মধ্যে। এরজন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকাকে দায়ী করছেন তারা। স্বাস্থ্যবিধি মেনে যতদ্রুত সম্ভব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি জানান তারা। এদিকে শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি জানিয়েছেন রাবি শিক্ষকরাও। এ সময় মানববন্ধনে যোগ দিয়ে বক্তব্য দেন আইন বিভাগের অধ্যাপক ড. আব্দুল আলীম, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. ফরিদ খান, আরবি বিভাগের অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসউদ।
×