ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বিএম কলেজে উপাধ্যক্ষের যোগদান নিয়ে উত্তেজনা

প্রকাশিত: ২২:২৯, ২৪ মে ২০২১

বিএম কলেজে উপাধ্যক্ষের যোগদান নিয়ে উত্তেজনা

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ উপাধ্যক্ষ এএস কাইউম উদ্দিন আহম্মেদের যোগদান নিয়ে বরিশাল সরকারী ব্রজমোহন (বিএম) কলেজ ক্যাম্পাসে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে। উপাধ্যক্ষ হিসেবে এই শিক্ষকের যোগদানের খবরে রবিবার সকাল থেকে কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা সাধারণ শিক্ষার্থী দাবি করে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়েছিল। উপাধ্যক্ষ পদে পদায়ন পাওয়া এএস কাইউম উদ্দিনের দাবি, স্বার্থান্বেষী শিক্ষক মহল তাকে যোগদানে বাধা দেয়ার জন্য ছাত্রলীগ নেতাকর্মীদের লেলিয়ে দিয়েছেন। তারা আমার যোগদান ঠেকাতে চাচ্ছে। অপরিচিত নম্বর থেকে কল দিয়ে আমাকে হুমকিও দেয়া হচ্ছে। একদিন আমি পর্যবেক্ষণ করে পরবর্তীতে কি করব সেই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করব। কলেজের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয়া শিক্ষার্থীরা জানান, ইতোপূর্বে এএস কাইউম উদ্দিন আহম্মেদ বিএম কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ছিলেন। বিগত সময় ধরেই তিনি কলেজের নানান ধরনের বিতর্কিত ঘটনা ও বিভিন্ন দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন। তাই এ ধরনের কাউকে উপাধ্যক্ষ হিসেবে চাচ্ছে না সাধারণ শিক্ষার্থীরা। ফলে প্রশাসনিক ভবনে গিয়ে কলেজ অধ্যক্ষকে বিষয়টি অবহিত করা হয়েছে। বিএম কলেজের অধ্যক্ষ ড. গোলাম কিবরিয়া বলেন, সকাল থেকেই প্রশাসনিক ভবনের সামনে সাধারণ শিক্ষার্থীরা অবস্থান নিয়েছিলেন। তারা লিখিতভাবে আমাকে কিছু জানায়নি। তবে শুনেছি উপাধ্যক্ষ পদে পদায়নপ্রাপ্ত এএস কাইউম উদ্দিন যাতে যোগদান করতে না পারে তার জন্য তারা সেখানে অবস্থান নিয়েছে। তিনি আরও বলেন, আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি। তাছাড়া কাইউম সাহেবের সঙ্গেও কথা হয়েছে। তিনি যোগদান করতে আসলে আমার দায়িত্ব অনুযায়ী যোগদান গ্রহণ করব।
×