ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

করোনা : এবার বাউবি’র বিবিএস সহ সকল পরীক্ষা স্থগিত

প্রকাশিত: ১৮:০৭, ২১ মে ২০২১

করোনা : এবার বাউবি’র বিবিএস সহ সকল পরীক্ষা স্থগিত

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ করোনা ভাইরাস (COVID-19) পরিস্থিতির কারণে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অধীনে আগামী ৪ জুন থেকে অনুষ্ঠিতব্য বিবিএস-সহ সকল পরীক্ষা এবার স্থগিত ঘোষণা করা হয়েছে। শুক্রবার বাউবি’র তথ্য ও গণসংযোগ বিভাগের পরিচালক আবুল কাসেম শিখদার এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, করোনা ভাইরাস (COVID-19) পরিস্থিতির কারণে বাংলাদেশ উন্মুক্ত বিশ^বিদ্যালয়ের (বাউবি) অধীনে আগামী ৪ জুন থেকে অনুষ্ঠিতব্য ব্যাচেলর অব বিজনেস স্টাডিজ (বিবিএস) পরীক্ষা-২০১৯ শিক্ষাবর্ষে ১ম, ২য় ও ৩য় বর্ষের পরীক্ষাসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সকল অনুষ্ঠেয় পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়েছে। এরআগে বাউবির বিএ/ বিএসএস এর অনুষ্ঠিতব্য পরীক্ষা-২০১৯ বুধবার স্থগিত করা হয়। শিক্ষা প্রতিষ্ঠাণ সমূহ খোলা সংক্রান্ত সরকারি সিদ্ধান্ত প্রাপ্তির পর যথাসম্ভব স্বল্প সময়ের মধ্যে পরীক্ষার পরিবর্তিত সময়সূচী জানানো হবে। উল্লেখ্য, একই পরিস্থিতির কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২৪ মে থেকে অনুষ্ঠিতব্য সকল লিখিত পরীক্ষাও স্থগিত ঘোষণা করা হয়েছে।
×