ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

লিবিয়া থেকে অপহৃত ১০ বাংলাদেশী উদ্ধার

প্রকাশিত: ০১:১৩, ১৯ মে ২০২১

লিবিয়া থেকে অপহৃত ১০ বাংলাদেশী উদ্ধার

জনকণ্ঠ ডেস্ক ॥ মুক্তিপণের জন্য অপহৃত ১০ বাংলাদেশীকে উদ্ধার করেছে লিবিয়ার সেনাবাহিনী। মঙ্গলবার লিবিয়ার বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানায়। লিবিয়ার সেনাবাহিনীর ত্রিপলী অঞ্চলের ৪৪৪তম ব্রিগেড বানি ওয়ালিদের দুর্গম এলাকায় অভিযান চালিয়ে অপহরণকারী চক্রের কাছে জিম্মি বাংলাদেশিদের উদ্ধার করেছে। উদ্ধারকৃত বাংলাদেশীরা মুক্ত হওয়ার পর চার্জ দ্য এ্যাফেয়ার্স গাজী মোঃ আসাদুজ্জামান কবির তাদের সঙ্গে সাক্ষাত করেন এবং তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এছাড়া দূতাবাসের পক্ষ থেকে তাদের প্রয়োজনীয় সব সহযোগিতা দেয়া হয়েছে। দূতাবাসের পক্ষ থেকে লিবিয়ার সেনাবহিনীর ত্রিপলী অঞ্চলের ৪৪৪তম ব্রিগেডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
×