ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভারতে করোনায় একদিনে মৃত্যুর নতুন রেকর্ড

প্রকাশিত: ২৩:০৭, ১৯ মে ২০২১

ভারতে করোনায় একদিনে মৃত্যুর নতুন রেকর্ড

জনকণ্ঠ ডেস্ক ॥ চীন থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস বিশ্বের সব দেশ ও অঞ্চলে ছড়িয়েছে। আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারস ডট ইনফোর হিসাব অনুযায়ী, বাংলাদেশ সময় মঙ্গলবার পর্যন্ত বিশ্বজুড়ে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৬ কোটি ৪৬ লাখ ৮৬ হাজার ৯৫৯ জন। এর মধ্যে ৩৪ লাখ ১২ হাজার ৩৮৫ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসা গ্রহণের পর সুস্থ হয়ে উঠেছে ১৪ কোটি ৩৫ লাখ ৯৫ হাজার ৩২৬ জন। খবর এএফপি, বিবিসি, টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি, ওয়ার্ল্ডোমিটারস ডট ইনফো ও ইয়াহু নিউজের। এদিকে ভারতে গত ২৪ ঘণ্টায় ২ লাখ ৬৩ হাজার ৫৩৩ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে দ্বিতীয় দিনের মতো দেশটিতে দৈনিক ৩ লাখের নিচে করোনা রোগী শনাক্ত হলো। এ সময়ের মধ্যে মৃত্যু হয়েছে ৪ হাজার ৩২৯ জনের। এটিই ভারতে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। মঙ্গলবার এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। করোনায় ভারতীয় মেডিক্যাল এ্যাসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্টের মৃত্যু ॥ করোনায় ভারতীয় মেডিক্যাল এ্যাসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্ট ও দেশটিতে চিকিৎসা অঙ্গনে পরিচিত মুখ কে কে আগরওয়ালের মৃত্যু হয়েছে। ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মশ্রীতে ভূষিত এ চিকিৎসক দিল্লীর অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেসে (এআইআইএমএস) কয়েকদিন ধরে ভেন্টিলেটর সাপোর্টে ছিলেন। মঙ্গলবার সকালে কে কে আগরওয়ালের পরিবারের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, দীর্ঘ সময় করোনার সঙ্গে যুদ্ধ করার পর সোমবার রাত সাড়ে ১১টায় (বাংলাদেশ সময় রাত ১২টা) না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ৬২ বছর বয়সী ডাঃ আগরওয়াল। ভারতে টিকা উৎপাদন ব্যাহত হওয়ায় বিপর্যয়ে কোভ্যাক্স কর্মসূচী ॥ ভারতে করোনা টিকা উৎপাদন ব্যাহত হওয়ায় বিপর্যয়ের মুখে পড়েছে বিশ্বজুড়ে বিনামূল্যে টিকা সরবরাহের কোভ্যাক্স কর্মসূচী। এই মুহূর্তে ১৪ কোটি ডোজ টিকার ঘাটতি রয়েছে। তাই দরিদ্র দেশগুলোর করোনা টিকা প্রাপ্তিতে আরও দেরি হবে বলে ধারণা করা হচ্ছে। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যে করোনা নিয়ন্ত্রণ পদক্ষেপ সমাপ্ত ॥ অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে যে সাময়িক পদক্ষেপ নেয়া হয়েছে তা অবসানের ঘোষণা দেয়া হয়েছে। স্বাস্থ্য কর্তৃপক্ষ নতুন করে করোনা শনাক্ত না হওয়ায় সোমবার বৃহত্তর সিডনি এলাকা থেকে অস্থায়ীভাবে আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার ঘোষণা দেয়।
×