ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মে ফ্লাওয়ার

যে ফুল দিয়ে মাস চেনা যায়

প্রকাশিত: ২২:৫৭, ১৯ মে ২০২১

যে ফুল দিয়ে মাস চেনা যায়

মোরসালিন মিজান ॥ ফুলটি দিয়ে মাস চেনা যায়। আবার মাস দিয়েও চেনা যায় ফুল। হ্যাঁ, মে ফ্লাওয়ারের কথা বলছি। এ ফুল শুধুই মে মাসে ফোটে। একদিকে মে মাসের শুরু হয়, অন্যদিকে মাথা তুলে দাঁড়াতে থাকে মে ফ্লাওয়ার। মাসের একেবারে প্রথম দিন থেকেই ফুটতে শুরু করে। একটি ঝরে যায়। অন্যটি ফোটে। এভাবে পুরো মাস জুড়েই টিকে থাকে ফুল। ফুলের দিকে তাকিয়ে বোঝা হয়ে যায় মে মাস এখন। একইভাবে মে মাস এলে ফুলটি ফুটল কিনা, দেখতে কৌতূহলী হয়ে ওঠেন প্রকৃতিপ্রেমীরা। লাল গোলাকার এবং বড়সড় দেখতে ফুল সহজেই দৃষ্টি কাড়ে। বাগানের অন্য অনেক ফুলের মাঝেও হারিয়ে যায় না। বরং স্বতন্ত্র সৌন্দর্য নিয়ে প্রকাশিত হয়। বছরের বেশিরভাগ সময় এমনকি গাছটি চোখে পড়ে না। টবের মাটির নিচে সুপ্ত অবস্থায় থাকে। এপ্রিলে পেঁয়াজের মতো অংশটি উঁকি দিয়ে অস্তিত্বের জানান দেয়। তারপর একটু একটু করে পাতা ও সবুজ নরম কা- বের হতে দেখা যায়। মে মাসের প্রথম দিন ঠিক ফোটে ফুল। দু একদিন আগে পরেও ফুটতে দেখা যায়। বর্তমানে ঢাকার অনেক বাসার সামনের বাগানে ছাদে এবং নার্সারিতে মে ফ্লাওয়ার দেখা যাচ্ছে। মঙ্গলবার হাইকোর্ট সংলগ্ন ফুলের দোকানগুলো ঘুরে দেখা যায়, মাটির টবে চমৎকার ফুটে আছে মে ফ্লাওয়ার। রাস্তা দিয়ে যাওয়া আসার সময় মুগ্ধ চোখে দেখছেন পথচারীরা। অনেকে ফুল ধরা অবস্থায় টব কিনে নিয়ে যাচ্ছেন। উদ্ভিদবিদ দ্বিজেন শর্মার বর্ণনা অনুযায়ী, মে ফ্লাওয়ারের অস্তিত্ব প্রথম চোখে পড়ে আফ্রিকা মহাদেশে। বর্তমানে পৃথিবীর অনেক দেশেই হয়। বাংলাদেশেও আছে বহুকাল ধরে। গোলাকার দেখতে হওয়ায় ফুলটিকে বল লিলিও বলা হয়। একই কারণে বলা হয় গ্লোব লিলি। পাউডার পাফ লিলি, আফ্রিকান ব্লাড লিলি নামেও পরিচিত। মে ফ্লাওয়ার গাছ লম্বায় ১০ মিটার পর্যন্ত হয়ে থাকে। ফুল প্রায় ৩ সে.মি. চওড়া হয়। ফুল ঝরে পড়ার পর বেশ কয়েক মাস লম্বা সবুজ পাতা দৃশ্যমান হয়। সব মিলিয়ে মে ফ্লাওয়ার ফুলপ্রেমীদের ভীষণ আকর্ষণ করে। আরও কিছুদিন ফুলটি দেখা যাবে। দেখুন। উপভোগ করুন এর সৌন্দর্য।
×