ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কুয়াকাটায় চার আবাসিক হোটেলে ৩৯ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ১৪:১০, ১৮ মে ২০২১

কুয়াকাটায় চার আবাসিক হোটেলে ৩৯ হাজার টাকা জরিমানা

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালী ॥ কুয়াকাটায় করোনাকালীন লকডাউনের বিধি-নিষেধ উপেক্ষা করে চারটি আবাসিক হোটেল খোলা রাখার অভিযোগে ৩৯ হাজার চার শ’ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার বিকেল থেকে রাত অবধি কলাপাড়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জগৎবন্ধু মন্ডলের নেতৃত্বে গঠিত ভ্রাম্যমান আদালত এ অর্থদন্ড দিয়েছেন। জানা গেছে, হোটেল সি-কুইন, হোটেল রিসমন লিঃ ও রুম ব্যবহারকারী উজিরপুরের বাসীন্দা মোঃ শহিদুল ইসলাম, হোটেল নিউ প্যালেস ও হোটেল নিউ সিলভার ক্রাউন কর্তৃপক্ষকে বিভিন্ন অংকের জরিমানা করা হয়েছে।
×