ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

নাটোরের বড়াইগ্রামে ট্রাক চাপায় গৃহবধূর মৃত্যু

প্রকাশিত: ১৩:৪৩, ১৮ মে ২০২১

নাটোরের বড়াইগ্রামে ট্রাক চাপায় গৃহবধূর মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, নাটোর ॥ নাটোরের বড়াইগ্রামে আলু বোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নুরজাহান (৩২) নামের এক গৃহবধূ নিহত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে বড়াইগ্রাম উপজেলার নাটোর-পাবনা মহাসড়কের গড়মাটি মুচিপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত নুরজাহান একই এলাকার মিলন উদ্দিনের স্ত্রী। নিহতের স্বামী মিলন জানান, তিনি সকালে স্ত্রী ও ২ ছেলে মেয়েকে নিয়ে মহাসড়কের পার্শ্বে সবজির জমিতে ভেন্ডি তোলার জন্য যাচ্ছিলেন। তিনি ও তার পুত্র মোহিন মহাসড়ক পার হতে পারলেও স্ত্রী নুরজাহান ও মেয়ে জান্নাতুল রাস্তা পার হতে না পেরে মহাসড়কের পার্শ্বেই দাড়িয়ে অপেক্ষা করছিল। এদিকে পাবনাগামী একটি আলু বোঝাই ট্রাক (খুলনা মেট্রো ট-১১-১৬৩২) নিয়ন্ত্রণ হারিয়ে তাদের দিকে এগিয়ে যায়। এসময় নিশ্চিত মৃত্যু জেনে নুরজাহান তার মেয়েকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া মাত্রই ট্রাকটি নুরজাহানকে চাপা দেয়। এতে শিশু কন্যা জান্নাতুল প্রাণে বেঁচে গেলেও ঘটনাস্থলেই নুরজাহানের মৃত্যু হয়। এসময় নাটোর-পাবনা মহাসড়কে প্রায় ২ ঘন্টা যান চলাচল বন্ধ ছিল। বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শফিকুল ইসলাম জানান, নুরজাহান নামে এক গৃহবধূ ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা গেছেন। ট্রাকটি আটক করা হয়েছে। চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।
×