ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বার্সিলোনার মেয়েরা ইউরোপ সেরা

প্রকাশিত: ২১:৪৪, ১৮ মে ২০২১

বার্সিলোনার মেয়েরা ইউরোপ সেরা

স্পোর্টস রিপোর্টার ॥ মেসি-গ্রিজম্যানরা পারেননি। প্যারিস সেইন্ট জার্মেইর কাছে হেরে উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের শেষ ষোলো থেকেই বিদায় নিয়েছিল রোনাল্ড কোম্যানের শিষ্যরা। তবে ছেলেরা না পারলেও ইউরোপ সেরার মুকুট পরেছে বার্সিলোনার মেয়েরা। রবিবার ফাইনালে কাতালান ক্লাবটি ৪-০ গোলে বিধ্বস্ত করেছে ইংলিশ জায়ান্ট চেলসির মেয়েদের। আর তাতেই নতুন ইতিহাস গড়েছে বার্সিলোনার মেয়েরা। চ্যাম্পিয়ন্স লীগের প্রথম খেতাব জয় করেছে তারা। একইসঙ্গে স্পেনের প্রথম মহিলা দল হিসেবেও ইউরোপের শীর্ষ স্তরের কোন প্রতিযোগিতা জিতে নজির গড়েছে কাতালান ক্লাবটি। অন্যদিকে সমর্থকদের মনে প্রত্যাশা তৈরি করেও ফাইনালে কার্যত আত্মসমপর্ণই করল চেলসি। তবে চেলসির মেয়েরা না পারলেও ছেলেদের ইউরোপ সেরার মুকুট পরার সুযোগ এখনও রয়েছে। কেননা এবার যে এই টুর্নামেন্টে দাপট দেখাচ্ছে থমাস টাচেলের দল। আগামী ৩০ মে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স লীগে ছেলেদের ফাইনাল। যেখানে তাদের প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটি। অল-ইংলিশ ফাইনালে সিটিজেনদের হারাতে পারলেই শিরোপা উৎসব করবে ব্লুজরা।
×