ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ফিলিস্তিনে হামলার প্রতিবাদে প্রেস ক্লাবে মানববন্ধন

প্রকাশিত: ১৬:১৩, ১৭ মে ২০২১

ফিলিস্তিনে হামলার প্রতিবাদে প্রেস ক্লাবে মানববন্ধন

অনলাইন ডেস্ক ॥ ফিলিস্তিনের ভূখণ্ডে ইসরাইলের বর্বরোচিত হামলার বিরুদ্ধে মুসলিম বিশ্ব, জাতিসংঘ, আরব লীগ এবং ওআইসিকে অবিলম্বে জরুরি বৈঠকে বসে আইনি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সুপ্রিম পার্টি চেয়ারম্যান মাইজভাণ্ডার দরবার শরীফের পীর শাহসূফী মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল-হাসানী (মা.জি.আ.)। আজ সোমবার (১৭ মে) জাতীয় প্রেস ক্লাবের সামনে পার্লামেন্ট অব ওয়ার্ল্ড সূফীজ আয়োজিত মানববন্ধন থেকে তিনি এ আহ্বান জানান। এ সময় আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া ও মইনীয়া যুব ফোরামসহ বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। মানববন্ধনে সাইফুদ্দীন বলেন, মসজিদুল আকসাসহ ফিলিস্তিনি ভূখণ্ডে একের পর এক হামলা করে ইসরায়েল মুসলিমদের বিরুদ্ধে ক্রুসেড ঘোষণা করেছে। বিশ্বের মোড়ল দেশগুলোর ইন্ধন ও প্রশ্রয়ে দিন দিন বেপরোয়া হয়ে উঠেছে ইসরায়েল। রোজার মাসে ইফতারের সময় এমনকি ঈদুল ফিতরের দিনেও মসজিদুল আকসায় নামাজরত মুসল্লিদের ওপর বর্বর হামলা চালিয়ে শত শত নিরীহ ফিলিস্তিনি মুসলমানদের শহীদ করেছে। মুসলমানদের ওপর এমন উদ্ধত আচরণ মেনে নেয়া যায় না। তিনি আরও বলেন, বিশ্ব যখন করোনা মহামারীতে বিপর্যস্ত ঠিক তখনই ইসরাইল ফিলিস্তিনিদের ওপর একের পর এক বর্বর হামলা চালিয়ে মুসলমানদের বিরুদ্ধে ক্রুসেডে নেমেছে। ইসরায়েলি দখলদার বাহিনীর হামলায় ফিলিস্তিনে আজ মানবিক বিপর্যয় নেমে আসছে। তাদের হামলা থেকে গণমাধ্যম, ধর্মীয় উপাসনালয়, নারী , শিশু, বৃদ্ধ কেউই রক্ষা পাচ্ছে না। এটা মানবতার বিরুদ্ধে জঘন্য অপরাধ। সুফি বলেন, স্বাধীন ফিলিস্তিনের ওপর রাসায়নিক গ্যাস নিক্ষেপসহ ইসরায়েল একের পর এক বোমা হামলা চালিয়ে যাচ্ছে। এ অবস্থা থেকে উত্তরণে জাতিসংঘসহ বৈশ্বিক সংস্থাগুলো এবং শক্তিধর দেশগুলো এখনই ইসরায়েলি বর্বরতা ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে সব দেশকে এগিয়ে আসার আহ্বান জানান। পাশাপাশি বাংলাদেশ সরকারকেও জোরালো নিন্দা ও প্রতিবাদ জানানোর অনুরোধ জানান। মাইনীয়া যুব ফোরামের সভাপতি মেহবুব-এ-মইনুদ্দীন আল হাসানী বলেন, কয়েকদিন ধরে ইসরায়েলের হামলায় প্রাণ হারিয়েছেন দেড় শতাধিক ফিলিস্তিনী। এর অধিকাংশই নারী শিশু - নারী ও বেসামরিক জনগণ। অথচ মানবতার বুলি আওড়ানো বিশ্বনেতারা কোনো ভূমিকা পালন করছেন না। এমনকি যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন শক্তিশালী দেশ ইসরায়েলের পক্ষে এ নৃশংসতাকে সমর্থন জানিয়ে আসছে।
×