ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পঞ্চগড়ে উদ্ধার হলো বিরল প্রজাতির সাপ ‘ রেড কোরাল কুকরি’

প্রকাশিত: ১৪:৫৭, ১৭ মে ২০২১

পঞ্চগড়ে উদ্ধার হলো বিরল প্রজাতির সাপ ‘ রেড কোরাল কুকরি’

স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ পঞ্চগড়ে বিশ্বে ২৭ তম ও বাংলাদেশে পঞ্চম বারের মতো জীবিত অবস্থায় উদ্ধার হলো রেড কোরাল কুকরি" নামে এক বিরল প্রজাতির সাপ। রবিবার রাতে জেলার বোদা উপজেলার কালিয়াগঞ্জ ইউনিয়নের মোটাপাড়া এলাকায় পাকা সড়ক থেকে পঞ্চম বারের মতো জীবিত অবস্থায় এই বিরল প্রজাতির সাপটি উদ্ধার করেন বণ্য প্রাণী সংরক্ষক ও উদ্ধারকারী সহিদুল ইসলাম (বিএসএস)। তবে আজ রাতে সাপটি তিনি অবমুক্ত করবেন বলে নিশ্চিত করেছেন। জানা গেছে,রবিবার রাতে বোদা উপজেলাধীন কালিয়াগঞ্জ ইউনিয়নের মোটাপাড়া এলাকায় স্থানীয়রা হঠাৎ করে সাপটি দেখতে পেয়ে সাথে সাথে তারা আটকে রাখে। পরে স্থানীয়রা বণ্য প্রাণী সংরক্ষক ও উদ্ধারকারী সহিদুল ইসলামকে খবর দিলে তিনি খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে জীবিত অবস্থায় সাপটি উদ্ধার করে তার বাড়িতে নিয়ে যান। এর পূর্বে,চলতি বছরের গত ৭ ফেব্রুয়ারি একই এলাকা থেকে আহত অবস্থায় পঞ্চগড়ে তথ্য বাংলাদেশের মধ্যে প্রথম বারের মতো উদ্ধার হয় সাপটি। পরে ২৬ ফেব্রুয়ারি সদর উপজেলার চাকলারহাট এলাকা থেকে দ্বিতীয় বারের মতো মৃত অবস্থায়, ২০ এপ্রিল একই এলাকা ইউনিয়ন থেকে তৃতীয় বারের মতো জীবিত অবস্থায় এবং ১০ মে একই এলাকা থেকে চতুর্থ বারের মত মৃত অবস্থায় উদ্ধার হয়। এবং পঞ্চম বারের মতো বোদা উপজেলার কালিয়াগঞ্জ ইউনিয়নের পরিত্যক্ত ইট ভাটার মাটি স্থানান্তর করার সময় স্থানীয়রা সাপটি দেখে আমাকে খবর দিলে আমি ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় সাপটি প্রথম বারের মতো উদ্ধার করি। বর্তমানে সাপটি রাজশাহীতে চিকিৎসার পর সুস্থ্য অবস্থায় রয়েছে।
×