ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কবি জয় গোস্বামী করোনা ভাইরাসে আক্রান্ত, হাসপাতালে ভর্তি

প্রকাশিত: ১৪:৫৫, ১৭ মে ২০২১

কবি জয় গোস্বামী করোনা ভাইরাসে আক্রান্ত, হাসপাতালে ভর্তি

অনলাইন ডেস্ক ॥ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন কবি জয় গোস্বামী। রবিবার নমুনা পরীক্ষা করে তার করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ে বলে জানিয়েছে কলকাতার দৈনিক আনন্দবাজার। জ্বর আসার পর দুপুরে তার নমুনা পরীক্ষা হয়। কলকাতার বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তির পর রাতে পরীক্ষার ফল ‘পজিটিভ’ আসে। তবে ৬৬ বছর বয়সী জয় গোস্বামীর অবস্থা স্থিতিশীল বলে চিকিৎসকের বরাতে জানিয়েছে আনন্দবাজার। জয়ের স্ত্রী কাবেরী গোস্বামীরও করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার মৃদু উপসর্গ দেখা দিয়েছে। ঝুঁকি না নিয়ে তাকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে। কবির মেয়ে দেবত্রী গোস্বামী আনন্দবাজারকে বলেন, “বাবা ও মায়ের অক্সিজেনের মাত্রা এখনও পর্যন্ত স্বাভাবিক।” জয় গোস্বামীর জ্বর বাড়তে থাকায় কোভিড পরীক্ষা করানো হয় বলে জানান মেয়ে। সোমবার কাবেরীরও কোভিড-১৯ পরীক্ষা করা হবে। আধুনিক বাংলা কবিতার অন্যতম দিকপাল জয় গোস্বামী ১৩ বছর বয়স থেকে কবিতা লিখছেন। ১৯ বছর বয়সে তার প্রথম কবিতা ছাপা হয়। ৩৮ বছর বয়সে প্রথম কবিতার বই বের হয়। তার প্রকাশিত কাব্যগ্রন্থ ৩৫টির মতো। ‘বেণীমাধব’খ্যাত এই কবি দুবার আনন্দ পুরস্কারে ভূষিত। কবিতার পাশাপাশি কয়েকটি উপন্যাসও লিখেছেন তিনি। জয় গোস্বামীর প্রিয় কবি ও সুহৃদ কবি শঙ্খ ঘোষ কিছু দিন আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান।
×