ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রায় ৯ লাখ টাকা জরিমানা

ঈশ্বরদীতে ১৬৭ টি মোটর সাইকেল আটক, ১৯২ টি মামলা

প্রকাশিত: ১৮:০৭, ১৬ মে ২০২১

ঈশ্বরদীতে ১৬৭ টি মোটর সাইকেল আটক, ১৯২ টি মামলা

স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ দীর্ঘদিন পর এবার ঈশ্বরদীতে সম্পূর্ণ সড়ক দূর্ঘটনা মুক্তভাবে ঈদ-উল ফিতর পালিত হয়েছে। ঈদের দিন শুক্রবার থেকে রবিবার পর্যন্ত ১৬৭ টি মোটর সাইকেল আটক, ১৯২ টি মামলা ও প্রায় ৯ লাখ টাকা জরিমানা করে অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে নতুন রেকর্ড সৃষ্টি করেছে ঈশ্বরদীর পুলিশ বিভাগ। এ কারণে ঈদ আনন্দে ব্যঘাত ঘটেনি । এমনকি ঈশ্বরদীর কোন পাড়া মহল্লা,গ্রামে বা হাসপাতালে শোকের ছায়া দেখা যায়নি। ঈশ্বরদী থানা পুলিশ,ঈশ্বরদীর দাশুড়িয়া হাইওয়ে থানা পুলিশ, ট্রাফিক পুলিশ,পাকশী ফাঁড়ি পুলিশ,সদর ফাঁড়ি পুলিশ ও রুপপুর ফাঁড়ি পুলিশের আন্তরিক সহযোগিতা চেষ্টায় এই সফলতা অর্জন করা সম্ভব হয়েছে। পুলিশের বিভিন্ন সূত্র থেকে জানাগেছে,চলমান লকডাউনের মধ্যে পবিত্র ঈদ-উল ফিতর হওয়ায় ঈশ^রদীতে পুলিশ বিভাগের পক্ষ থেকে আগ থেকেই সম্পূর্ণ সড়ক দূর্ঘটনা মুক্তভাবে ঈদ-উল ফিতর উদযাপনের পরিবেশ সৃষ্টির চেষ্টা গ্রহণ করা হয়। সেই চেষ্টার অংশ হিসেবে ঈশ^রদীর সকল থানা,ফাঁড়ি ও ট্রাফিক পুলিশের পক্ষ থেকে ঈদের দিন থেকে আজ রবিবার পর্যন্ত ঈশ^রদীর বিভিন্ন গুরুত্ব পূর্ণ পয়েন্টে চেক পোস্ট বসিয়ে রেজিষ্ট্রেশন বিহিন মোটর সাইকেল,ড্রাইভিং লাইসেন্স,হেলমেট বিহিন চালক এবং কম বয়সী চালকদের মোটর সাইকেল আটক করা হয়।এদিকে পুলিশের এ ধরনের পদক্ষেপে ঈশ^রদীর সচেতন মহল পুলিশ বিভাগকে অভিনন্দন জানিয়েছে।
×