ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চাঁপাইবনাবগঞ্জে ২৭ জনকে আহত করে অবশেষে খাঁচাবন্দি ভারতীয় হনুমানটি

প্রকাশিত: ১৭:৪১, ১৬ মে ২০২১

চাঁপাইবনাবগঞ্জে ২৭ জনকে আহত করে অবশেষে খাঁচাবন্দি ভারতীয় হনুমানটি

সংবাদদাতা, চাঁপাইনবাবগঞ্জ ॥ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় শনিবার সকাল ও রোববার দুপুর পর্যন্ত ৯ জনকে এবং গত মঙ্গলবার ভোলাহাটে ১৮ জনকে আহত করে অবশেষ খাঁচাবন্ধি হয়েছে। রাজশাহী বন বিভাগের কর্মকর্তারা দুপুরে এসে হনুমানটিকে খাঁচায় বন্দি করেন। বিষয়টি নিশ্চিত করেছেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান। প্রত্যক্ষদর্শীরা জানান, গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার আলিনগর ইউনিয়নের বিলাঞ্চলে শনিবার সকাল ও রোববার দুপুর পর্যন্ত ৯ জনকে কামড়ে আহত করে। তাদের মধ্যে একজন যুবক ও ধানকাটা শ্রমিকরা রয়েছেন। আহতদের ৭ জনকে ইতোমধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। অন্যরা বিভিন্ন স্থানে চিকিৎসা নিয়েছেন। স্থানীয় ও আহতের স্বজনরা জানায়, সকালে রহনপুর পৌর এলাকার ৬ নং ওয়ার্ডের হুজরাপুর মহল্লায় একটি হনুমান গাছ থেকে নেমে মুরশালিনকে কামড় দিলে স্থানীয়রা তাকে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এরপর সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) রেফার্ড করেন। আজ সকালের দিকে রহনপুর রেলওয়ের কর্মচারী বাবলু ও ট্রাক চালক বুদ্ধুকে আহত করে হনুমানটি। এরআগে ভারত থেকে আসা হনুমানটি গত মঙ্গলবার পাশ্ববর্তী ভোলাহাট উপজেলার এক ইউপি সদস্যসহ মোট ১৮ জনকে আহত করেছে। তার মধ্যে গুরত্বর আহত ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য রামেক হাসপাতালে ভর্তি করা হয়। উল্লেখ্য, গত ৯ মে ভারতীয় একটি পণ্যবাহী ট্রাকে হনুমানটি সোনামসজিদ বন্দরে প্রবেশ করে।
×