ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গাজায় ইসরায়েলি সহিংসতার প্রতিবাদে লন্ডনে হাজারো মানুষের সমাবেশ

প্রকাশিত: ১৬:০৭, ১৬ মে ২০২১

গাজায় ইসরায়েলি সহিংসতার প্রতিবাদে লন্ডনে হাজারো মানুষের সমাবেশ

অনলাইন ডেস্ক ॥ ইসরায়েল ও গাজার চলমান লড়াইয়ের মধ্যেই লন্ডনে ফিলিস্তিনিদের সমর্থনে কয়েক হাজার লোক বিক্ষোভ মিছিল করেছে। বিক্ষোভকারীরা ‘ফিলিস্তিন মুক্ত কর’ স্লোগান দিয়ে মিছিল নিয়ে লন্ডনের কেন্দ্রস্থলে ইসরায়েলি দূতাবাসের সামনে হাজির হয়। শনিবারের এ প্রতিবাদের আয়োজকরা ‘ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলের বর্বর সহিংসতা ও নিপীড়ন’ অনুমোদন করা বন্ধ করতে যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান জানায়, জানিয়েছে বিবিসি। যুক্তরাজ্যের ফিলিস্তিন সংহতি ক্যাম্পেইন, ফ্রেন্ডস অব আল আকসা, ফিলিস্তিন ফোরাম, স্টপ দ্য ওয়ার কোলিশ্যন ও ব্রিটেনে মুসলিম অ্যাসোসিয়েশন নামের কয়েকটি সংগঠন মিলে এই প্রতিবাদের আয়োজন করে। আয়োজকদের একজন মুখপাত্র বিবিসিকে বলে, “ইসরায়েলের এই বর্বরতার বিরুদ্ধে যুক্তরাজ্য সরকারের এই মুহুর্তে পদক্ষেপ নেওয়া প্রয়োজন।” আয়োজকেরা আরও বলেন, “ইসরায়েলের এই হামলা যুদ্ধাপরাধ, কারণ এতে শিশুদের মৃত্যু হচ্ছে আর ইসরায়েলকে সামরিক, কূটনৈতিক ও আর্থিক সহায়তা দিয়ে এই অপরাধে শামিল হচ্ছে যুক্তরাজ্য।” ২০১৪ সালের যুদ্ধের পর গত ছয় দিন ফিলিস্তিন সবচেয়ে ভয়াবহ ধ্বংসযজ্ঞ দেখেছে। সোমবার ভোররাত থেকে শুরু হওয়া সহিংসতায় গাজায় রবিবার সকাল পর্যন্ত প্রাণ হারিয়েছেন ১৪৮ জন, এদের প্রায় অর্ধেকই শিশু ও নারী বলে জানিয়েছেন ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা। শনিবারে গাজার একটি শরণার্থী শিবিরে ইসরায়েলের বিমান হামলায় প্রাণ হারায় ১০ জন। একইদিনে ফিলিস্তিনি রকেটের আঘাতে ইসরায়েলে মারা যায় একজন। একইদিন ইসরায়েলের পৃথক আরেকটি হামলায় ধ্বংস হয় বার্তাসংস্থা এপি ও সম্প্রচারমাধ্যম আল-জাজিরার কার্যালয়সহ আরও কিছু আবাসিক ও বাণিজ্যিক ভবন।
×