ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইসরায়েলি পতাকা ॥ অস্ট্রিয়া সফর বাতিল করলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ১৬:০৫, ১৬ মে ২০২১

ইসরায়েলি পতাকা ॥ অস্ট্রিয়া সফর বাতিল করলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক ॥ ভিয়েনায় সরকারি ভবনে ইসরায়েলি পতাকা উড়ানোর প্রতিবাদে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভাদ জারিফ অস্ট্রিয়ায় তার পূর্বনির্ধারিত সফর বাতিল করেছেন। শনিবার অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ের এক মুখপাত্র খবরটি নিশ্চিত করেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি। এবারের সফরে জারিফের সঙ্গে অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা ছিল। “আমাদের খারাপ লাগছে এবং আমরা এ সংক্রান্ত নোট নিচ্ছি; কিন্তু পাশাপাশি আমরা সুস্পষ্টভাবে এও বলছি, হামাস যখন ইসরায়েলের বেসামরিক স্থাপনা লক্ষ্য করে ২ হাজারের বেশি রকেট নিক্ষেপ করে, তখন আমরা চুপ করে থাকতে পারি না,” ইরানি মন্ত্রীর সফর বাতিলের খবর জানিয়ে বলেছেন অস্ট্রিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। সফরটি এ পরিস্থিতিতে উপযুক্ত হবে না বলে জারিফও মনে করছেন বলে শনিবার ইরানের আধাসরকারি বার্তা সংস্থা ইসনা জানিয়েছিল। শুক্রবার অস্ট্রিয়ার চ্যান্সেলর সেবাস্তিয়ান কুর্জ তেল আবিবের প্রতি সমর্থন প্রকাশে তার কার্যালয়ে ইসরায়েলি পতাকা ওড়ান। জারিফের সহকারী আব্বাস আরাকচি ভিয়েনার এ পদক্ষেপের কড়া সমালোচনা করেছেন।
×