ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পটিয়ায় পুকুরের মাছ ভাগাভাগি নিয়ে সংঘর্ষে আহত-৪

প্রকাশিত: ১৩:৩৩, ১৬ মে ২০২১

পটিয়ায় পুকুরের মাছ ভাগাভাগি নিয়ে সংঘর্ষে আহত-৪

নিজস্ব সংবাদদাতা, পটিয়া, চট্টগ্রাম ॥ পুকুরের মাছ ভাগাভাগি নিয়ে চট্টগ্রামের পটিয়ায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী-পুরুষসহ চারজনকে কুপিয়ে জখম করা হয়েছে। আহতরা হলেন- নুরুল ইসলাম প্রকাশ জিসান (১৪), পাখিজা বেগম (৪৫), শাহনাজ আকতার (৩৩) ও শেখ মোহাম্মদ (৩০)। বর্তমানে তারা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঈদের দ্বিতীয় দিন শনিবার সকাল ৯টায় উপজেলার উত্তর ছনহরা হাজী আহমদ মিয়ার বাড়ির সামনে এই ঘটনা ঘটে। জানা গেছে, উপজেলার উত্তর ছনহরা গ্রামে নুর মোহাম্মদের সঙ্গে পাশ্ববর্তী কবির আহমদের পরিবারের মাঝে বিরোধ চলে আসছিল। তাদের শরীকদারদের ৬২ শতকের একটি পুকুর রয়েছে। শরীকদাররা যৌথভাবে ওই পুকুরে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করেন। সবার সম্মতিতে ঈদের দ্বিতীয় দিন মাছ ধরেন। মাছ ভাগাভাগির এক পর্যায়ে কবির আহমদের পুত্র সিকান্দর খানসহ একদল সন্ত্রাসী লাঠিসোটা, ধারালো দা নিয়ে হামলা করে। এসময় বাধা দিতে গেলে সিকান্দর খানের লোকজন হামলা করেন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে প্রথমে পটিয়া হাসপাতাল ও পরে চমেক হাসপাতালে ভর্তি করেন। এ ব্যাপারে উত্তর ছনহরা গ্রামের মৃত মনির আহমদের পুত্র নুর মোহাম্মদ বাদী হয়ে পটিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার জানিয়েছেন, পুকুরের মাছ ভাগাভাগি নিয়ে মারামারির ঘটনা খতিয়ে দেখা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
×