ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাগেরহাটে ঘেরে বিষ দিয়ে ১৫ লাখ টাকার মাছ নিধন

প্রকাশিত: ২০:০২, ১৫ মে ২০২১

বাগেরহাটে ঘেরে বিষ দিয়ে ১৫ লাখ টাকার মাছ নিধন

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বাগেরহাটের মোল্লাহাটের দুইটি মৎস্য ঘেরে দুর্বৃত্তরা শুক্রবার রাতে বিষ প্রয়োগে ১৫ লক্ষাধিক টাকার মাছ নিধন করেছে। মোল্লাহাট উপজেলার গাংনি রহমতপুর গ্রামের সহোদর আলমগীর সরদার ও ফুরাঙ্গী সরদারের ঘেরে বিষ প্রয়োগের এ ঘটনা ঘটে। শনিবার এ ঘটনায় আলমগীর সরদার মোল্লাহাট থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। ঘের মালিক আলমগীর সরদার বলেন,,শনিবার ঘেরে এসে দেখি ছোট-বড় সব ধরনের মাছ মরে ভেসে উঠছে। ঘেরের পাশে দু’টি কিটনাশকের বোতল পড়ে রয়েছে। বিষক্রিয়ায় রুই, কাতলা, মৃগেল, গলদা চিংড়িসহ সব মাছ মরে গেছে। ধারণা করছি ছোট ভাই বাদশা সরদার হত্যা মামলার আসামিরা আমাদের নিঃস্ব করতে ঘেরে বিষ প্রয়োগ করেছে। শত্রুদের বিষে আমাদের প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। ফুরাঙ্গী সরদার বলেন, দুই মাস আগে প্রায় দেড় লাখ টাকার গলদার রেণু ছেড়েছিলাম। এমন বিষ দিয়েছে রেণু পর্যন্ত মরে গেছে। স্থানীয় আওলাদ, জাকির ও কামরুল বলেন, হাজার হাজার মাছ মরে ভেসে উঠেছে। এ অবস্থা চোখে দেখা যায় না। পরিবার দু’টির এখন পথে বসা ছাড়া আর কোনো উপায় রইলো না। আমরা এ ঘটনার বিচার চাই। মোল্লাহাট থানার ওসি কাজী গোলাম কবির বলেন, ঘেরে বিষ প্রয়োগের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে একটি অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছি।
×