ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাজধানীর জুড়ে নেমে এলো স্বস্তির বৃষ্টি

প্রকাশিত: ১৮:৪১, ১৫ মে ২০২১

রাজধানীর জুড়ে নেমে এলো স্বস্তির বৃষ্টি

অনলাইন রিপোর্টার ॥ সূর্য্যের আলো ফুটতেই দিনের তাপমাত্রা বাড়তে থাকে। কোথাও কোথাও ভ্যাপসা গরমে অস্বস্তিবোধ করেন রাজধানীবাসী। সেই অস্বস্তিবোধ কাটিয়ে ঢাকার বুকে নেমে এলো বৃষ্টি। এখন সেই বৃষ্টি মুষলধারে হচ্ছে। শনিবার বিকেল সাড়ে ৫টায় বৃষ্টিপাত শুরু হয়। এর আগে ঢাকার বুকে নেমে আসে অন্ধকার। শনিবার ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর জানায়, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। পূর্বাভাসে বলা হয়, আজ সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। তার পরের ৩ দিনে তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে। যশোর ও খুলনা অঞ্চলের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা বিস্তার লাভ করতে পারে।
×