ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

১৬ মে চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে আটকে পড়া বাংলাদেশী নাগরিক প্রবেশ করবে

প্রকাশিত: ১৭:৪৮, ১৫ মে ২০২১

১৬ মে চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে আটকে পড়া বাংলাদেশী নাগরিক প্রবেশ করবে

নিজস্ব সংবাদদাতা, চুয়াডাঙ্গা ॥ ১৬ মে চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে আটকে পড়া বাংলাদেশী নাগরিক প্রবেশ করবে। সে কারনে ওই নাগরিকদের কোয়ারেন্টাইন নিশ্চিত করতে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শনিবার (১৫ মে) দুপুরে কোভিড-১৯ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কমিটির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপত্বি করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। সভায় ভারত থেকে আসা নাগকিরদের কোয়ারেন্টাইন নিশ্চিত, করোনা পরীক্ষা, আবাসনসহ প্রয়োজনীয় বিষয়ে আলোচনা হয়। আলোচনা করেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার, পুলিশ সুপার জাহিদুল ইসলাম, সিভিল সার্জন ডা এ.এস.এম. মারুফ হাসান ও অতিরিক্ত জেলা প্রশাসক মনিরা পারভীন পারভীন। করোনাকালীন সময়ে বাংলাদেশের নাগরিকরা ভারতে চিকিৎসাসহ অন্য প্রয়োজনীয় কাজে যান। ভারতে অবস্থানকালীন সময়ে তারা সেখানে আটকা পড়েন। তাদের দেশে ফিরিয়ে আনতে চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর ইমিগ্রেশন চেকপোস্ট খুলে দেয়া হয়। অনুমোতি পাওয়া নাগরিকরা ১৬ মে রবিবার সকাল থেকে ভারতের গেদে হয়ে চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দেশে প্রবেশ করতে পারবেন। তাদের র‌্যাপিড কিটসের মাধ্যমে করোনা পরীক্ষা করা হবে। পরে প্রত্যেককে ১৪ দিনের কোয়ারেন্টাইন নিশ্চিত করতে নির্ধারিত স্থানে পাঠানো হবে। ভারত থেকে প্রথম দিনে যারা আসবেন তাদের রাখা হবে চুয়াডাঙ্গা নার্সিং ইনিষ্টিটিউটের হোস্টেলে। জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ভারত থেকে আগতদের পর্যবেক্ষণে ৭ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। ভারতীয় ভেরিয়েন্ট যেন কোন ভাবেই ছড়িয়ে পড়তে না পারে সে ব্যাপারে সতর্কতা অবলম্বন করা হবে।
×