ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জমি নিয়ে বিরোধের জেরে ঈশ্বরদীতে দু’পক্ষের সংঘর্ষ

প্রকাশিত: ১৯:৩১, ১৪ মে ২০২১

জমি নিয়ে বিরোধের জেরে ঈশ্বরদীতে দু’পক্ষের সংঘর্ষ

স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ শুক্রবার সকাল সোয়া নয়টায় জমিজমা সংক্রান্তকে কেন্দ্র করে সংঘর্র্ষের সৃষ্টি হয়। ঈশ্বরদীর চরমিরকামারী দায়েড়পাড়া পাড়া কেন্দ্রীয় জামে মসজিদে ঈদুল ফিতরের নামাজ শেষে রেজাউল করিম খান এর ছেলে মোহাম্মদ তারেক রহমান ও রাজ আলী সরদারের ছেলে মোহাম্মদ লিটন সরদার এর মধ্যে প্রথমে কথা-কাটাকাটিও বাক-বিতন্ডতার সৃষ্টি হয়। জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে বাকবিতন্ডা শুরু হয়। পরবর্তীতে চরমিরকামারী দায়েড়পাড়া সাবেক ইউপি সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান সোহাগের বাড়ির সামনে দুই পক্ষ মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। দু’পক্ষের মুখোমুখি সংঘর্ষতে মোহাম্মদ তারেক ও মোহাম্মদ লিটন সরদার দুজনই গুরুতর জখম হয়। এলাকাতে ঘটনাটির জন্য উত্তেজিত অবস্থা বিরাজ করলে ঈশ্বরদী থানা পুলিশের মাধ্যমে পরিস্থিতি শান্ত করা হয়। স্থানীয়রা আহত ব্যক্তিদের ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
×