ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঠাকুরগাঁয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদ-উল-ফিতর পালিত

প্রকাশিত: ১৯:০৭, ১৪ মে ২০২১

ঠাকুরগাঁয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদ-উল-ফিতর পালিত

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও ॥ সারাদেশের ন্যায় ঠাকুরগাঁয়েও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সাথে মুসলিম ধর্মাবলম্বী মানুষের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদ-উল-ফিতর পালিত হচ্ছে । ঈদ উদযাপনের অংশ হিসেবে স্বাস্থ্যবিধি মেনে সকাল আটটায় ঠাকুরগাঁও জেলা শহরের প্রধান এবং ঈদের প্রথম জামাত কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হয় । নামাজ শেষে জেলা প্রশাসক ডঃ কে এম কামরুজ্জামান সেলিম করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে ঈদ উৎসবের আনুষ্ঠানিকতা পালনের আহ্বান জানান। একই স্থানে সকাল পৌনে নটায় দ্বিতীয় এবং সাড়ে নটায় তৃতীয় জামাত অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় জামে মসজিদ ছাড়াও শহরের প্রতিটি মসজিদে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে পর্যায়ক্রমে দুই তিনটি জামাতে। নামাজ শেষে করোনামুক্তি ও দেশ জাতির সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়। এদিকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন জেলাবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন । তিনি করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে উৎসব উদযাপন এবং ঈদকে ঘিরে যেকোন ধরনের জনসমাগম থেকে সকলকে বিরত থাকার আহবান জানান ।
×