ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কোয়ারাইন্টেনে থাকা ভারত ফেরত ১০১ জনের ইদ উদযাপন

প্রকাশিত: ১২:৪৪, ১৪ মে ২০২১

কোয়ারাইন্টেনে থাকা ভারত ফেরত ১০১ জনের ইদ উদযাপন

নিজস্ব সংবাদদাতা , মাগুরা ॥ ভারত থেকে বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরত ১০১জন মাগুরায় আজ শুক্রবার তিনটি হোটেলে ১৪ দিনের কোয়ারাইন্টেনে থাকাবস্থায় ইদ উদযাপন করেছেন। তাদের বাড়ি দেশের বিভিন্ন জেলায় এবং তারা চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন। মাগুরা স্বাস্থ্য বিভাগ সুত্রে জানাযায় , ভারত থেকে বেনাপোল সীমান্ত দিয়ে গত ৯ ও ১০ মে ২০২১ বাংলাদেশে ফেরেন ১০১ জন । তাদের মাগুরার তিনটি হোটেলে মন্ডল ইন্টারন্যাশনাল , ইগল ও সৈকত হোটেলে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারাইন্টেনে রাখা হয়েছে । প্রশাসন ও স্বাস্থ বিভাগের পক্ষথেকে তাদের দেখভাল করা হচ্ছে এবং হোটেলে আনসার সদস্য মোতায়েন করা হয়েছে যাতে তারা বাইরে বের হতে না পারেন। তাদের বাড়ি দেশের বিভিন্ন জেলায় এবং তারা চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন। আজ শুক্রবার তারা হোটেলে কোয়ারাইন্টেনে থাকাবস্থায় ইদ উদযাপন করেছেন । তারা হেটেলের ছাদে ইদের নামাজ আদায় করেন। তাদের জন্য উন্নত মানের খাবারের ব্যবস্থা , পানি এবং ওয়ান টাইম প্লেটের ব্যাবস্থা করা হয়। ফলে তারা এবছর ব্যাতিক্রমীভাবে ইদ উদযাপন করছেন। এদিকে মাগুরায় যথাযোগ্য মর্যাদায় ইদ উদযাপিত হচ্ছে। বিভিন্ন মসজিদে মসজিদে ইদের জামাত অনুষ্ঠিত হয়। জামাতে সামাজিক দুরত্ব মেনে সকলে নামাজ আদায় করেন।
×