ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মুজিবর্ষে খুলনায় দ্বিতীয় পর্যায়ে ঘর পাচ্ছে ১৩৫১ টি পরিবার

প্রকাশিত: ১২:৩০, ১৪ মে ২০২১

মুজিবর্ষে খুলনায় দ্বিতীয় পর্যায়ে ঘর পাচ্ছে ১৩৫১ টি পরিবার

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ ‘মুজিব শতবর্ষে কেউ গৃহহীন থাকবেনা’ মুজিব শতবর্ষকে সামনে রেখে প্রধানমন্ত্রীর নির্দেশনায় খুলনায় দ্বিতীয় পর্যায়ে ১৩৫১ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পাচ্ছে ঘর। ইতোমধ্যে দুই কক্ষ বিশিষ্ট সেমিপাকা ঘরের নির্মাণ কাজ দ্রুত এগিয়ে চলেছে। গুণগত মান ঠিক রেখে নির্ধারিত সময়ের মধ্যে ঘরগুলোর নির্মাণ কাজ নিশ্চিতের লক্ষ্যে খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল হোসেন সরেজমিন তা পরিদর্শন করছেন। মুজিব শতবর্ষকে সামনে রেখে খুলনায় প্রথম পর্যায়ে জেলার নয় উপজেলায় ৯২২টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য সেমিপাকা ঘর নির্মাণ করে বরাদ্ধকৃতদের অনুকূলে ইতোপূর্বে হস্তান্তর করা হয়েছে। এখন দ্বিতীয় পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন ১৩৫১ টি পরিবারের জন্য গৃহনির্মাণের কাজ এগিয়ে চলেছে। এতে ব্যয় হবে মোট ২৫ কোটি ৬৬ লাখ ৯০ হাজার টাকা। সেমি পাকা দুই কক্ষ বিশিষ্ট প্রতিটি ঘর নির্মাণে বরাদ্দ রয়েছে এক লাখ ৯০ হাজার টাকা। জেলার নয় উপজেলার মধ্যে ডুমুরিয়া উপজেলায় সর্বেচ্চ ৫০০টি ঘর নির্মাণ করা হচ্ছে। এ ছাড়া রূপসা উপজেলায় ২১৫টি, পাইকগাছায় ৩০০টি, দাকোপে ২০০টি, তেরখাদায় ৪০ টি, বটিয়াঘাটায় ৩০ টি, কয়রায় ৩০ টি, দিঘলিয়ায় ৩০ টি এবং ফুলতলা উপজেলায় ৬টি গৃহহীন ও ভূমিহীন পরিবারের জন্য ঘর নির্মাণ করা হচ্ছে। খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যজিস্ট্রেট মোহাম্মদ হেলাল হোসেন বৃহস্পতিবার জেলার সবচেয়ে বড় উপজেলা (১৪ টি ইউনিয়ন) ডুমুরিয়ায় ভূমিহীন ও গৃহহীনদের জন্য ঘর নির্মাণের কাজ সরেজমিন পরিদর্শন করেন। তিনি গৃহ নির্মাণের উপকরণ সামগ্রী মান সম্পন্ন কিনা এবং যথাযথ পদ্ধতিতে নির্মাণ করা হচ্ছে কিনা তা তিনি পর্যবেক্ষণ করেন। এ সময় উপস্থিত ছিলেন খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইউছুপ আলী, ডুমুরিয়া উপেজলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল ওয়াদুদ, উপেজলা চেয়ারম্যান এজাজ আহমেদসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
×