ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

গাজায় বিমান হামলার পাশাপাশি গোলাবর্ষণ করছে ইসরায়েল

প্রকাশিত: ১০:৫৩, ১৪ মে ২০২১

গাজায় বিমান হামলার পাশাপাশি গোলাবর্ষণ করছে ইসরায়েল

অনলাইন ডেস্ক ॥ গাজায় আরও বিমান হামলার পাশাপাশি কামান থেকে গোলাবর্ষণ শুরু করেছে ইসরায়েল, অপরদিকে ফিলিস্তিনি ভূখণ্ডটির যোদ্ধারা ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিবে রকেট হামলা চালিয়ে যাচ্ছে। দুই পক্ষের মধ্যে চলা তীব্র সহিংসতা পঞ্চম দিনে গড়ালেও কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না বলে জানিয়েছেন বার্তা সংস্থা রয়টার্স। বৃহস্পতিবার প্রথম প্রহরে এক বিবৃতিতে ইসরায়েলের সামরিক বাহিনী জানায়, বিমান ও স্থল বাহিনী ফিলিস্তিনি গোষ্ঠী হামাস শাসিত ছিটমহলটিতে হামলা শুরু করেছে। এর সঙ্গে সঙ্গেই গাজা থেকে রকেটের ঝাঁক ইসরায়েলের দিকে ছুটে যায়। বিবৃতিতে আর বিস্তারিত কিছু বলা না হলেও রয়টার্সের ইসরায়েলি সামরিক বিষয়ক সংবাদাতা জানিয়েছেন, এটি স্থল অভিযান না, ইসরায়েলি সৈন্যরা গাজা সীমান্ত থেকে ভূখণ্ডটিতে গোলাবর্ষণ করছে। ইসরায়েলি সেনা অবস্থানের নিকটবর্তী গাজার উত্তরাঞ্চলের বাসিন্দারা জানিয়েছেন, তারা নিজেদের সীমানার ভেতরে ইসরায়েলি স্থল বাহিনীর প্রবেশের কোনো লক্ষণ দেখেননি কিন্তু ব্যাপক গোলাবর্ষণ ও বার বার বিমান হামলা চালানো হচ্ছে। রয়টার্স জানিয়েছে, শুক্রবার ভোরে গাজার উত্তরাঞ্চল ও পূর্বাঞ্চল কামানের গোলা ও বিস্ফোরণের শব্দে প্রকম্পিত হচ্ছিল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সীমান্তের কাছে বসবাস করা বহু পরিবার তাদের বাড়ি ছেড়ে চলে যাওয়া শুরু করেছে, অনেকে জাতিসংঘ পরিচালিত স্কুলগুলোতে আশ্রয় প্রার্থনা করেছেন। গাজার পাশাপাশি ইসরায়েলের আরব ও ইহুদি অধ্যুষিত শহরগুলোতেও সহিংসতা ছড়িয়ে পড়ে ইসরায়েলি-ফিলিস্তিনি সংঘাতের একটি নতুন ক্ষেত্রে হয়ে উঠেছে। বেশ কয়েকটি শহরে ইহুদিদের সিন্যাগগ পুড়িয়ে দিয়েছে আরবরা এবং রাস্তায় রাস্তায় দুই পক্ষের মধ্যে মারামারি চলছে, এ পরিস্থিতিতে উদ্বিগ্ন ইসরায়েলের প্রেসিডেন্ট গৃহযুদ্ধ শুরু হয়ে যেতে পারে বলে সতর্ক করেছেন। ফিলিস্তিনি চিকিৎসা কর্মকর্তারা জানিয়েছেন, গত চার দিনে গাজায় ২৯টি শিশুসহ অন্তত ১০৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে শুধু বৃহস্পতিবার (গাজার ঈদের দিন) ৫২ জন নিহত হয়েছেন। সোমবার দুই পক্ষের সংঘাত শুরু হওয়ার পর থেকে একদিনে এটাই সর্বোচ্চ মৃত্যু। ইসরায়েলের পক্ষে সাত জন নিহত হয়েছে। গাজা সীমান্তে টহল দেওয়ার সময় এক ইসরায়েলি সৈন্য, দুটি শিশুসহ পাঁচ ইসরায়েলি বেসামরিক ও প্রবাসী এক ভারতীয় নারী কর্মী নিহত হয়েছেন বলে ইসরায়েলি কর্তৃপক্ষগুলো জানিয়েছে।
×