ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নেই ঘরমুখো মানুষের স্রোতে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ফাঁকা

প্রকাশিত: ২০:০৪, ১৩ মে ২০২১

নেই ঘরমুখো মানুষের স্রোতে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ফাঁকা

নিজস্ব সংবাদদাতা, মির্জাপুর ॥ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ঘরমুখো মানুষের স্রোতে কমে গেছে। গণপরিবহন বন্ধ থাকার কারণে গত কয়েকদিনে মানুষ নানাভাবে বাড়ি পৌঁছে যাওয়ায় এই স্রোতে কমে গেছে বলে খোঁজ নিয়ে জানা গেছে। এদিকে মানুষের স্রোতে এবং যানবাহনের চাপ হঠাৎ কমে যাওয়ায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের অনেক স্থানেই দেখা গেছে ফাঁকা। বৃহস্পতিবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাইপাস বাসস্ট্যান্ড বাইমাইল রেলওয়ে ফ্লাইওভার কোদালিয়া ও গোড়াই এলাকায় গিয়ে দেখা গেছে ঈদ যাত্রায় মানুষের স্রোতে একেবারেই কমে গেছে। ঢাকামুখী ব্যক্তিগত গাড়ী কিছু কিছু চলতে দেখা গেলেও টাঙ্গাইল বা উত্তরবঙ্গগামী যাত্রী পরিবহনের গাড়ী খুবই কম যাতায়াত করতে দেখা গেছে। গাজীপুরের চন্দ্রা থেকে কিছু কিছু পরিবহন চললেও তাতে যাত্রীর তেমন চাপ লক্ষ্য করা যায়নি। ভাড়াও কম ছিল বলে জানা গেছে। মির্জাপুর উপজেলার গোড়াইতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন উত্তর বঙ্গ টিকিট কাউন্টারের মালিক জগদীশ চন্দ্র শর্মা বলেন, কয়েকদিন আগে একজন যাত্রী দেড় দুই হাজার টাকা খরচ ঈদ উপলক্ষে বাড়ি গেছেন। সেখানে আজ বৃহস্পতিবার ৫০০ টাকায়ও রংপুরের একজন যাত্রী পাওয়া যাচ্ছেনা। মানুষের স্রোতে কমে যাওয়ায় রোড ফাঁকা হয়ে গেছে বলে তিনি জানান। মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার ওসি মো. মোজাফ্ফর হোসেন বলেন, লকডাউন ও দূরপাল্লার বাস বন্ধ থাকার খবরে এক সপ্তাহ আগে থেকে মানুষ নানা পন্থায় বাড়ি চলে গেছে। তখন মহাসড়কে ঘরমুখো মানুষের ¯্রােত ছিল অস্বাভাবিক। আজ বৃহস্পতিবার তার উল্টো চিত্র। মহাসড়ক একেবারেই ফাঁকা বলে তিনি জানান।
×