ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

হিলি বন্দরে আটকে পড়া ট্রাক চালকরা ফিরে গেলেন ভারতে

প্রকাশিত: ১৬:৫৫, ১৩ মে ২০২১

হিলি বন্দরে আটকে পড়া ট্রাক চালকরা ফিরে গেলেন ভারতে

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানিকৃত পণ্য নিয়ে আসা ভারতীয় ট্রাক চালকরা পণ্য খালাস না হওয়ায় বন্দরে আটকা পড়েছিলেন। এসব চালক নিজ দেশে ঈদ করতে যাওয়ার জন্য সকাল থেকে সীমান্তে অবস্থান করার পর অবশেষে অনুমতি পেয়ে ভারতে প্রবেশ করলেন। বৃহস্পতিবার দুপুরের পর থেকে ওইসব চালকরা বন্দরে ট্রাক রেখে হিলি সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে। ঈদের ছুটি শেষে বন্দরের কার্যক্রম শুরু হলে, একই পথ দিয়ে তারা আবার হিলি স্থলবন্দরে ফিরে আসবেন। ভারতে ফেরত যাওয়া ট্রাক চালক জাকির হোসেন বলেন, আমরা বুধবার ভারত থেকে পণ্য নিয়ে বাংলাদেশের হিলি স্থলবন্দরে প্রবেশ করি। কিন্তু গতকাল ট্রাক থেকে পণ্য খালাস না হওয়ায়, আমরা বন্দরে আটকা পড়েছিলাম। আমার মতো দেড় শতাধিক চালক আটকা পড়েছে। এদের মধ্যে অনেক মুসলমান চালক রয়েছে আবার হিন্দু চালক রয়েছে। এর উপর আজ থেকে টানা ৪ দিন হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রফতানি বন্ধ হয়েছে। এ কারণে আমরা ভারতে ঈদ করতে যাওয়ার জন্য সকাল থেকে হিলি সীমান্তের চেকপোস্ট গেটে অবস্থান নিয়েছিলাম। অবশেষে দুপুরের দিকে ভারতীয় কর্তৃপক্ষের অনুমতি মেলায় আমাদের ভারতে যেতে দেওয়া হচ্ছে। এতে করে আমাদের খুব সুবিধা হলো, অন্তত ঈদের নামাজ আদায় করতে পারবো ও পরিবার পরিজনের সঙ্গে ঈদ উদযাপন করতে পারবো। ঈদ শেষে পুনরায় বন্দরের কার্যক্রম শুরু হলে হিলি স্থলবন্দরে ফিরে আসবো। বাংলা হিলি কাস্টমস সিআ্যন্ডএফ এজেন্ট আ্যসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন বলেন, ভারতীয় কর্তৃপক্ষের অনুমতি না মেলায় সকাল থেকে ভারতীয় ট্রাক চালকরা সেদেশে প্রবেশের জন্য সীমান্তের চেকপোস্ট গেটে অবস্থান করছিল। পরে বিষয়টি নিয়ে ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার পর দুপুরের দিকে অনুমতি মেলায় আটকে পড়া এসব ট্রাকের চালকরা ভারতে চলে গিয়েছে। বন্দরে আটকে পড়া ১শ’ ৪৫ জন ভারতীয় ট্রাক চালক, তাদের নিজ দেশে ফিরে যেতে পেরে আনন্দ প্রকাশ করেছেন।
×