ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পিরোজপুরের মঠবাড়িয়ার ৫ গ্রামে ঈদ-উল ফিতরের নামাজ আদায়

প্রকাশিত: ১৬:৫৩, ১৩ মে ২০২১

পিরোজপুরের মঠবাড়িয়ার ৫ গ্রামে ঈদ-উল ফিতরের নামাজ আদায়

নিজস্ব সংবাদদাতা, পিরোজপুর ॥ পিরোজপুরের মঠবাড়িয়ার ৫ গ্রামের শুরেশ্বর পীরের অনুসারীরা সউদী আরবের সাথে মিল রেখে বৃহস্পতিবার পবিত্র ঈদ-উল-ফিতরের নামাজ আদায় করছে। উপজেলার ভাইজোড়া গ্রামে খন্দকার বাড়ি সাবেক চেয়ারম্যান শামসুল হক খন্দকারের নেতৃত্বে ১টি জামায়াত এবং কচুবাড়িয়া গ্রামে হাজী বাড়ি ফরহাদ মেম্বরের নেতৃত্বে ১টি ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়। জানাযায়, উপজেলার সাপলেজা ইউনিয়নের ভাইজোড়া, কচুবাড়িয়া, সাপলেজা, ঝাটিবুনিয়া ও খেতাছিড়া গ্রামে শুরেশ্বর পীরের অনুসারী প্রায় ৬ শতাধিক পরিবার ১৩ এপ্রিল মঙ্গলবার থেকে রোজা রাখা শুরু করে। বুধবার রোজা ৩০টি পূর্ণ হওয়ায় আজ বৃহষ্পতিবার তারা ঈদ-উল-ফিতর উদযাপন করেছে। কচুবাড়িয়া গ্রামের ফরহাদ মেম্বর জানান, তারা সকাল সাড়ে ৮টায় ঈদের নামাজ আদায় করেছেন।ভাইজোড়া গ্রামের সাবেক ইউপি সদস্য মো: শিপন খন্দকার জানান, তারা সকাল ৯টায় ঈদের নামাজ আদায় করেছেন। উল্লেখ্য শুরেশ্বর পীরের অনুসারীরা দীর্ঘ বছর থেকে সৌদী আরবের সাথে মিল রেখে রমজান ও ২ ঈদ পালন করে আসছে।
×