ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ফাঁকা ঢাকা

প্রকাশিত: ১৪:৩৯, ১৩ মে ২০২১

ফাঁকা ঢাকা

অনলাইন রিপোর্টার ॥ আগামীকাল মুসলিম উম্মাহর বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। করোনা ভাইরাসের কারণে সরকারের দেওয়া বিধিনিষেধ থাকা সত্বেও পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে ঢাকা ছেড়েন লাখ লাখ মানুষ। গত তিন-চারদিন সড়কে ঘরমুখো মানুষের চাপ থাকলেও আজকের চিত্র ভিন্ন। আজ বৃহস্পতিবার রাজধানীর গাবতলী ও আমিনবাজার এলাকায় গত কয়েকদিনের তুলনায় যাত্রীর চাপ অনেক কমেছে। অন্যান্য দিনগুলোর তুলনায় এদিন রাজধানীর মিরপুর, শ্যামলী এবং কল্যাণপুর এলাকার রাস্তাগুলো ফাঁকা দেখা গেছে। রাস্তা ফাঁকা হওয়ার ফলে রাজধানীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাওয়া যাচ্ছে ভোগান্তি ছাড়াই। রাজধানীর উত্তরা থেকে কুড়িল বিশ্ব রোড এসেছেন আশরাফুল ইসলাম। তিনি বলেন, প্রতিদিনই আমাকে কুড়িল আসতে হয়। অন্য দিনের তুলনায় আজ তার অর্ধেকেরও কম সময় লেগেছে। মিরপুর থেকে এসেছেন আরেক কর্মজীবী আশিকুর রহমান। তিনি বলেন, অন্য দিনের তুলেনায় আজ অর্ধেকেরও কম সময়ে আসতে পেরেছি। কালশী থেকে বাসে লেগেছে মাত্র ১০ মিনিট। আগে কম করে হলেও ৩০ মিনিট লাগতো। সরেজমিনে দেখা গেছে, করোনার কারণে বন্ধ রয়েছে দূরপাল্লার বাস। কিন্তু গত কয়েকদিন ধরেই রাজধানীবাসী প্রাইভেটকার, মোটরসাইকেল, মাইক্রোবাস, ট্রাক, পিকআপ এমনকি অ্যাম্বুলেন্সে করেও ঢাকা ছেড়েছে। কিন্তু আজ যাত্রীদের তেমন চাপ দেখা যায়নি। ঈদের আগের দিন অনেকটাই ফাঁকা হচ্ছে রাজধানী ঢাকা। আমিনবাজার এলাকার ট্রাফিক পুলিশ হাসান জানান, গত কয়েকদিনের মতো আজ তেমন চাপ নেই। এই কয়দিন যাত্রীদের ভিড় এমন ছিলো যে সামাল দিতে হিমশিম খেতে হয়েছে। আজ রাজধানীর ভেতরের পরিবহনের সংখ্যাও অনেক কম লক্ষ্য করা যাচ্ছে।
×