ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইসরায়েল-হামাস সংঘর্ষ ॥ দূত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ১৪:৩৩, ১৩ মে ২০২১

ইসরায়েল-হামাস সংঘর্ষ ॥ দূত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক ॥ ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের তুমুল সংঘর্ষ থামানোর চেষ্টায় যুক্তরাষ্ট্র ওই অঞ্চলে দূত পাঠাচ্ছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। গাজাকে কেন্দ্র করে সোমবার থেকে শুরু হওয়া তুমুল সংঘর্ষে এরই মধ্যে ৭০ এর বেশি মানুষের প্রাণ গেছে। বুধবারও ইসরায়েল হামাসের এক জ্যেষ্ঠ কমান্ডারকে হত্যা করেছে এবং গাজায় হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে। এর প্রতিক্রিয়ায় হামাস ইসরায়েলের দিকে বৃষ্টির মত রকেট ছুড়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ইসরায়েলের ভেতরে যেসব এলাকায় একাধিক জাতির সদস্যদের বাস, সেসব এলাকার সড়কে সংখ্যালঘু আরবদের ওপর ইহুদিদের হামলারও খবর পাওয়া গেছে। ইসরায়েল-হামাস সংঘর্ষে সৃষ্ট ধ্বংসযজ্ঞের চিত্রকে ‘যন্ত্রণাদায়ক’ অ্যাখ্যা দিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা প্রশমনে জ্যেষ্ঠ সহযোগী হাদি আমরকে পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন ব্লিংকেন। অন্যদিকে পেন্টাগন প্রধান লয়েড অস্টিন ‘ইসরায়েলের নিজেকে রক্ষার বৈধ অধিকারের’ প্রতি যুক্তরাষ্ট্রের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। ২০১৪ সালের যুদ্ধের পর হামাস নিয়ন্ত্রিত গাজা উপত্যকাকে ঘিরে এ সংঘর্ষ আরও ছড়িয়ে পড়তে পারে বলে অনেকে আশঙ্কা করছেন। তেমনটা হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এবং দুই পক্ষের মধ্যে পুরোদস্তুর যুদ্ধ শুরু হতে পারে বলে উদ্বেগও রয়েছে।
×