ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সবুরা খাতুনরা আপন ঠিকানায় ঈদ করবে

প্রকাশিত: ২০:০৬, ১২ মে ২০২১

সবুরা খাতুনরা আপন ঠিকানায় ঈদ করবে

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ ॥ কেউ করেন ভিক্ষা। কেউ দিনমজুরি। আবার কেউ করেন গৃহকর্মীর কাজ। তাদের ছিল না মাথা গোঁজার ঠাঁই। অবশেষে মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার কেশবপুর আশ্রয়ণে পেলেন তারা আপন ঠিকানা। তাই এবারের ঈদুল ফিতর এ ঠিকানায় পালন করবে হতদরিদ্র ১৫টি পরিবার। এনিয়ে কি যে আনন্দ তাদের। সরেজমিন গেলে দেখা গেছে, দুই শতক জমিতে ঢেউটিনের ছাউনীতে পাকাঘরে বসবাস করছেন হতদরিদ্র লোকেরা। আলাপকালে সবুরা খাতুন বলেন, ছিল না ঘরবাড়ি। অন্যের বাড়িতে বসবাস করতে হচ্ছিল। নিজ ঘরে বসে ঈদ পালন করতে পারার আনন্দটা বলে বোঝানো কঠিন। আবুল মিয়া বলেন, শরীর ভালো না। তবে মনটা ভালো। কারণ ঈদের আগে সরকার থেকে ঘর উপহার পেলাম। নিজ ঘরে বসে ঈদ পালন করার আনন্দটা উপভোগ করবো। মিনারা খাতুন বলেন, লাগছে স্বপ্নেরমত। নিজের ঘর হবে, ভাবতে অবাক লাগছে। নিজ গৃহে বসবাস করে মনে তৃপ্তি পাচ্ছি। একই ধরণের কথা শোনালেন, জাহানারা বেগম, শিরই বেগম, বিধান আলী, লালু মিয়াসহ আশ্রয়ণের অন্যান্য বাসিন্দারা। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মিনহাজুল ইসলাম বলেন, চারদিকে ফসলি জমি। মাঝখানে এ আশ্রয়ণে ১৫টি পরিবার স্বাচ্ছন্দে বসবাস করছে। আশ্রয়ণে সুপেয় পানির জন্য দুইটি নলকূপ বসানো হয়েছে। ব্যবস্থা করা হয়েছে বিদ্যুতের। এছাড়া আরো সুযোগ সুবিধা তৈরী করে দেওয়ার জন্য উপজেলা প্রশাসন কাজ করছে।
×