ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার বিষয়ে অভিমত যথাশিগগির পাঠিয়ে দেওয়া হবে :আইনমন্ত্রী

প্রকাশিত: ১৯:৫০, ৬ মে ২০২১

খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার বিষয়ে অভিমত যথাশিগগির পাঠিয়ে দেওয়া হবে :আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এম.পি বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার আবেদনের বিষয়ে আইন মন্ত্রণালয়ের অভিমত যথাশিগগির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হবে। বৃহস্পতিবার (০৬ মে) বিকেলে আইনমন্ত্রী আনিসুল হক তাঁর গুলশান আবাসিক অফিসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন। তিনি বলেন, ফাইলটি বিকেলে তাঁর কাছে এসেছে। সেটা পড়ে দেখে অভিমত দিবেন। আজকে তা দেওয়া সম্ভব হবে না। তবে যথাশিগগিরই অভিমত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হবে। মন্ত্রী বলেন, এর আগে খালেদা জিয়ার দণ্ডাদেশ স্থগিত করা হয়েছে ফৌজদারী কার্যবিধির ৪০১ ধারায়। ৪০১ ধারা কাজ কিন্তু সম্পন্ন হয়ে গেছে। তারপর আবার এটাকে ওপেন করার সুযোগ আছে কি-না সেটা দেখা হবে। সেটা দেখে অভিমত দেওয়া হবে।
×