ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নাজিরপুরে গাঁওখালী বাজারে ভয়াবহ অগ্নিকান্ড

প্রকাশিত: ১৭:৫১, ৬ মে ২০২১

নাজিরপুরে গাঁওখালী বাজারে ভয়াবহ অগ্নিকান্ড

নিজস্ব সংবাদদাতা, পিরোজপুর ॥ পিরোজপুরের নাজিরপুর উপজেলার গাঁওখালী বাজারে বুধবার রাত সাড়ে ১১ টার দিকে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ অগ্নিকান্ডে বাজারের প্রায় ১০ টি দোকান পুড়ে ছাই হয়ে কয়েক কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা দাবি করেন। বাজারের ব্যবসায়ী প্রশান্ত কুমারের হোমিওপ্যাথিক ঔষধের দোকান থেকে সর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সুত্রপাত হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। ঘটনাস্থলের পাশেই তেলের দোকানে আগুন লেগে দ্রুত আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। আগুনে বাজারের র্স্বনকার ব্যবসায়ী প্রবীর কর্মকারের দোকন,প্রশান্ত কুমারের হোমিওপ্যাথিক ঔষধের দোকান,রিয়াজের লেপ-তোষকের দোকান,হাফিজুরের মুদির দোকান,খোকনের কাপড়ের দোকান,সজিবের কাপড়ের দোকান, আশিকের মুদীর দোকান,সেলিম হাওলাদারের মুদীর দোকান,খোকনের-২ এর কাপড়ের দোকান পুড়ে গিয়ে ভষ্মিভুত হয়। তাৎক্ষনিক ভাবে আগুন লাগার খবর পেয়ে নাজিরপুর পুলিশ প্রশাসন ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। বাজারের ব্যবসায়ী অসীম কর্মকার জানান, অগ্নিকান্ডে বাজারের ১০ টি দোকান ঘর মালামাল সহ পুড়ে ছাই হয়ে গেছে। এই অগ্নিকান্ডে নগদ টাকা মালামালসহ প্রায় ৪/৫ কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এ ক্ষতির পরিমান আরো বাড়তে পারে। নাজিরপুর ফায়ার সার্ভিসের টিম প্রধান মো. শহিদুল ইসলাম জানান, আমরা ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রন করতে সক্ষম হয়েছি। বাজারের ব্যবসায়ী ও ক্ষতিগ্রস্থদের সাথে কথা বলে ক্ষতির পরিমান জানাতে পারবো। নাজিরপুর থানার অফিসার ইনচার্জ মো. আশরাফুজ্জামান ও পুলিশ পরিদর্শক মো. জাকারিয়া(ওসি তদন্ত) জানান,ঘটনা শোনা মাত্র ওই রাতেই আমাদের টিম এবং ফায়ার সার্ভিস টিম এক সাথে কাজ করেছি বিধায় দ্রুত আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়েছি। বৃহস্পতিবার এ ঘটনার খবর শুনে উপজেলা চেয়ারম্যান মাষ্টার অমূল্য রঞ্জন হালদার, ভাইস চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান রঞ্জু ঘটনাস্থল পরিদর্শন করেন। মৎস্য ও প্রানী সম্পদ মন্তী শ ম রেজাউল করিমের নিজস্ব তহবিল থেকে ক্ষতি গ্রস্তদের নগদ ১০ হাজার টাকা ও খাদ্য সামগ্রী দেয়া হয় ।
×