ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ট্রাক চাপায় শাবিপ্রবি ‘র শিক্ষার্থী নিহত

প্রকাশিত: ১১:৫৮, ৬ মে ২০২১

ট্রাক চাপায় শাবিপ্রবি ‘র শিক্ষার্থী নিহত

শাবি সংবাদদাতা ॥ট্রাক চাপায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ( শাবিপ্রবি) রসায়ন বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী মো. সাব্বির মৃত্যুবরণ করেছেন। বুধবার (৫ মে) রাত সাড়ে নয়টার দিকে নগরের সিলেট-সুনামগঞ্জ সড়কের সুবিদবাজার পয়েন্টে বেপোরোয়া ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী মো. সাব্বির নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, কোম্পানীগঞ্জ থেকে আসা পাথর বোঝাই একটি ট্রাক আরোহী মোটর সাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটর সাইকেল আরোহী সাব্বির মারা যান। পরে স্থানীয়রা সড়ক অবরোধ করেন।এ বিষয়ে সিলেট কতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম ফরহাদ বলেন, সড়ক দুর্ঘটনায় আমরা একজন নিহতের খবর পেয়েছি। আমরা ঘটনাস্থল পর্যবেক্ষণ করে ব্যবস্থা নিচ্ছি। এ ঘটনার বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। হারুনুর রশিদ নামের আন্দোলকারী এক শিক্ষার্থী বলেন, কিছুদিন পররপরই সুবিদ বাজারের এই পয়েন্ট ট্রাকের চাপায় তাজা প্রাণ ঝরে, কিন্তু ট্রাক চালকরা উদাসীন। আমার আমাদের ভাইয়ের হত্যার বিচার চাই। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) আবু হেনা পহিল বলেন, বর্তমানে লাশটি মর্গে পাঠানো হয়েছে। আমরা তার পরিবারের সাথে কথা বলেছি। তারা আসলে লাশ নিয়ে যাবেন। ট্রাক এবং চালক আটক হয়েছে। যেহেতু সড়ক দুর্ঘটনার মামলা সরাসরি হয়ে যায়। এতে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে যত ধরনের আইনি সহায়তা প্রয়োজন হবে তা দেয়া হবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, ঘটনাটি বিশ্ববিদ্যালয় পরিবারকে খুবই মর্মাহত করেছে। আমরা সাব্বিরের আত্মার মাগফেরাত ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই। পাশাপাশি আমরা প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের কথা বলে যথাযথ ব্যবস্থা নিতে বলেছি।
×