ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ভারতে ফের দৈনিক শনাক্ত ও মৃত্যুর রেকর্ড হয়েছে

প্রকাশিত: ১১:৩৮, ৬ মে ২০২১

ভারতে ফের দৈনিক শনাক্ত ও মৃত্যুর রেকর্ড হয়েছে

অনলাইন ডেস্ক ॥ করোনাভাইরাস মহামারীর দ্বিতীয় ঢেউয়ে বেসামাল ভারতে ফের দৈনিক শনাক্ত ও মৃত্যুর রেকর্ড হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আগের ২৪ ঘণ্টায় চার লাখ ১২ হাজার ২৬২ জন রোগী শনাক্ত হয়েছে, একই সময় ৩৯৮০ জনের মৃত্যু হয়েছে। নতুন আক্রান্তদের নিয়ে ভারতের মোট করোনাভাইরাস রোগীর সংখ্যা দুই কোটি ১০ লাখ ছাড়িয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। আর কোভিড-১৯ এ মোট মৃতের সংখ্যা দুই লাখ ৩০ হাজার ১৬৮ জনে দাঁড়িয়েছে বলে দেশটিতে স্বাস্থ্য মন্ত্রণালয়য়ের তথ্যে দেখা গেছে। করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ দৈনিক আক্রান্তের পাশাপাশি বাড়িয়েছে দৈনিক মৃত্যুর সংখ্যাকেও। মহারাষ্ট্রেই মৃত্যু হয়েছে ৯২০ জনের। কর্নাটক, দিল্লী এবং উত্তরপ্রদেশেও মৃতের সংখ্যা সাড়ে ৩৫০-র আশপাশে। ছত্তীসগঢ়, রাজস্থান, গুজরাত, পঞ্জাব, হরিয়ানাতেও দৈনিক মৃতের সংখ্যা উল্লেখযোগ্য। বিশ্বের প্রতিদিন যত লোক আক্রান্ত হচ্ছেন করোনাভাইরাসে তার প্রায় অর্ধেকই এখন হচ্ছে ভারতে। বিপুল সংখ্যক নতুন আক্রান্ত রোজ বাড়াচ্ছে সক্রিয় রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ৭৯ হাজার ১৬৯ জন বেড়ে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ৩৫ লক্ষ ছাড়িয়ে গেল। এই পরিস্থিতিতে দেশে কোভিডের টিকাকরণও চলছে। কিন্তু গত এক সপ্তাহে টিকা পাচ্ছেন অনেক কম মানুষ। যদিও গত ২৪ ঘণ্টায় এই সংখ্যাটা একটু হলেও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ২০ লক্ষ ১৯ হাজার ১৫১ জন টিকা পেয়েছেন। এ নিয়ে দেসে মোট টিকার ডোজ দেওয়া হয়েছে ১৬ কোটি ২৫ লক্ষেরও বেশি।
×