ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জন্মদিনে সাধারণ মানুষের পাশেই মমতাজ

প্রকাশিত: ০১:৩১, ৫ মে ২০২১

জন্মদিনে সাধারণ মানুষের পাশেই মমতাজ

সংস্কৃতি ডেস্ক ॥ বাউল সস্প্রজ্ঞী ও সংসদ সদস্য মমতাজ বেগমের জন্মদিন আজ। তবে গত বছরের মতো এবারের জন্মদিন নিয়েও তার কোন উচ্ছ্বাস নেই। দিনটিতে তিনি সাধারণ মানুষের পাশেই থাকবেন বলে জানিয়েছেন। মমতাজ জানান, তিনি মানিকগঞ্জে নিজ নির্বাচনী এলাকার সাধারণ অসহায় মানুষদের হাতে সরকারী ত্রাণ তহবিল থেকে এবং নিজের তহবিল থেকেও ত্রাণ তুলে দিবেন। মমতাজ বলেন, জন্মদিন নিয়ে কোন উচ্ছ্বাস নেই, আনন্দ নেই। এটা সত্যি ফেসবুকসহ নানান সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাকে অনেকেই শুভেচ্ছা জানাচ্ছেন। অনেকেই মুঠোফোনেও ফোন করে শুভেচ্ছা জানান, সবার ভাললাগা ভালবাসা থেকেই তা করা। এটা একজন সাধারণ মানুষ হিসেবে আমার জন্য অনেক বড় প্রাপ্তি। মানুষের ভালবাসা পাওয়া সবচেয়ে বড় প্রাপ্তি হিসেবেই আমি বিবেচনা করি। কারণ আমি জানি আমি কি ছিলাম, আল্লাহর অশেষ রহমতে আমি আজ কোথায় এসেছি। আমি যেভাবেই থাকি না কেন, যেখানেই থাকি না কেন আমার শেকড় যেমন আমি ভুলি না, আমার অতীত যেমন আমি ভুলি না, ঠিক তেমনি আমার আজকের হয়ে ওঠার নেপথ্যে যারা ছিলেন তাদেরও ভুলিনি। আমার এলাকার সাধারণ মানুষদেরও আমি ভুলিনি। তাই করোনার এই ক্রান্তিলগ্নে মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া টাকা সাধারণ মানুষের মধ্যে বিতরণ করব আজকেও। আমি আমার নিজের কথা ভাবি না, ভাবি আমার আজকে হয়ে উঠার পেছনে সাধারণ মানুষের কথা। তারা ভাল থাকলে আমি ভাল থাকব ইনশাআল্লাহ। তাদের নীরবে আমার জন্য দোয়া আমার জন্য বিরাট প্রাপ্তি হিসেবেই গণ্য করি। এদিকে সম্প্রতি মমতাজ বেগম ভারতের একটি বিশ্ববিদ্যালয় থেকে সম্মাননা সূচক ডিগ্রী ‘ডক্টর অব মিউজিক’-এ ভূষিত হয়েছেন। সারা পৃথিবীতে একমাত্র সঙ্গীতশিল্পী হিসেবে প্রকাশিত আট শতাধিক এ্যালবামের বিশ্বরেকর্ড, সুদীর্ঘ ত্রিশ বছর যাবত বাংলা গানকে বিশ্বের দরবারে তুলে ধরা, সমাদৃত করা এবং লোকজ গানকে আধুনিকায়ন করে সর্বমহলে প্রশংসিত করার কারণে তিনি এই সম্মাননায় ভূষিত হন।
×