ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পেনাল্টি মিস করেও বসুন্ধরা কিংসের জয়, রহমতগঞ্জকে আবারও হারাল শেখ রাসেল

প্রকাশিত: ০০:৫০, ৫ মে ২০২১

পেনাল্টি মিস করেও বসুন্ধরা কিংসের জয়, রহমতগঞ্জকে আবারও হারাল শেখ রাসেল

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে মঙ্গলবার রাতে অনুষ্ঠিত বাকি দুটি খেলায় জয় কুড়িয়ে নিয়েছে বসুন্ধরা কিংস এবং শেখ রাসেল ক্রীড়া চক্র। ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচে শিরোপা প্রত্যাশী বসুন্ধরা কিংস ২-০ গোলে হারায় বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবকে। যদিও তারা খেলার শুরুতে একটি পেনাল্টি মিস করেছিল। আর শেখ রাসেল ৩-০ গোলে হারায় রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে। ‘দ্য কিংস’ খ্যাত বসুন্ধরার তৌহিদুল আলম সবুজ (৫৮ মিনিটে) এবং তপু বর্মণ (৬২ মিনিটে) গোল দুটি করেন। দক্ষ বিদেশী ফরোয়ার্ডে সমৃদ্ধ কিংসের দুই দেশী ফুটবলারের এই দুই গোল দেখে নিশ্চয়ই পুলকিত হবেন বাংলাদেশ জাতীয় দলের ইংলিশ কোচ জেমি ডে। লিগের প্রথম লেগেও পুলিশকে ২-১ গোলে হারিয়েছিল কিংস। নিজেদের চতুর্দশ ম্যাচে এটা বর্তমান চ্যাম্পিয়ন কিংসের ত্রয়োদশ জয়। এছাড়া ১ ড্রতে তাদের মোট পয়েন্ট ৪০। পয়েন্ট টেবিলে শেখ জামাল ধানম-ির চেয়ে যা ১১ পয়েন্ট বেশি। ফুটবলবোদ্ধাদের মতে- বাকি ম্যাচগুলো খুব বেশি পয়েন্ট না খোয়ালে কিংসের লিগ শিরোপা অক্ষুণ্ণ রাখাটা শুধু সময়ের ব্যাপার মাত্র। পক্ষান্তরে সমান ম্যাচে এটা সপ্তম হার আইন প্রয়োগকারী সংস্থা পুলিশের। আগের ৪ ড্রতে মোট ১৩ পয়েন্ট নিয়ে তারা আছে নবম স্থানে। এছাড়া রাসেল-রহমতগঞ্জ ম্যাচে গোল করেন তাজিক ডিফেন্ডার সিওভাখশ্ আসোরভ (৩ মিনিটে), কিরগিজ মিডফিল্ডার বখতিয়ার দুইশোবেকুব (৩৫ মিনিটে, পেনাল্টি থেকে) এবং ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গিয়ানকার্লো লোপেজ রদ্রিগুয়েজ (৭০ মিনিটে)। লিগের প্রথম লেগেও ‘জায়ান্ট কিলার’ খ্যাত রহমতগঞ্জকে ১-০ গোলে হারিয়ে একবারের চ্যাম্পিয়ন ‘বেঙ্গল ব্লুজ’ খ্যাত রাসেল। নিজেদের চতুর্দশ ম্যাচে এটা রাসেলের অষ্টম জয়। আগের ২ ড্রতে তাদের মোট পয়েন্ট ২৬। এতে করে তারা সাইফ স্পোর্টিংকে টপকে পাঁচ থেকে চারে উঠে এলো। পক্ষান্তরে সমান ম্যাচে এটা ষষ্ঠ হার পুরান ঢাকার ক্লাব রহমতগঞ্জের। আগের ৩ জয় ও ৫ ড্রতে ১৪ পয়েন্ট নিয়ে তারা রয়ে গেল আগের অষ্টম স্থানেই।
×