ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কালোবাজারে নবজাতক বিক্রি ॥ দম্পতি গ্রেফতার

প্রকাশিত: ২৩:৫৫, ৫ মে ২০২১

কালোবাজারে নবজাতক বিক্রি ॥ দম্পতি গ্রেফতার

নবজাতকদের কালোবাজারে বিক্রির সঙ্গে জড়িত থাকার সন্দেহে জার্মান পুলিশ দু’ব্যক্তিকে গ্রেফতার করেছে। তারা বুলগেরিয়ার নাগরিক। জার্মানির সারল্যান্ড রাজ্যের নিউনকিরশ্চেন থেকে বৃহস্পতিবার গ্রেফতার করা হয়েছে ওই দুজনকে। তারা স্বামী-স্ত্রী। ৫৮ বছর বয়সী ব্যক্তি ও তার ৫১ বছর বয়সী স্ত্রী একটি অপরাধ বিষয়ক চক্রের সঙ্গে জড়িত। এই সংগঠিত চক্রটি নবজাতকদের বিক্রি করে। এ অভিযোগে তাদেরকে গ্রেফতার করে পুলিশী হেফাজতে নেয়া হযেছে। বুলগেরিয়ার একটি মামলার সূত্র ধরে তাদেরকে গ্রেফতার করা হয়। কারণ, বুলগেরিয়া কর্তৃপক্ষ ইউরোপিয়ান এরেস্ট ওয়ারেন্ট ইস্যু করে এই দম্পতির বিরুদ্ধে।-বিবিসি
×