ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ওয়ানডেতে এক নম্বরে নিউজিল্যান্ড

প্রকাশিত: ২৩:৪১, ৫ মে ২০২১

ওয়ানডেতে এক নম্বরে নিউজিল্যান্ড

স্পোর্টস রিপোর্টার ॥ সবার আগে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। টানা দুটি বিশ্বকাপের ফাইনালে খেলে শিরোপা বঞ্চিত কিউইরা এবার উঠে এলো আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের এক নম্বরে। দুইয়ে অস্ট্রেলিয়া, তিনে ভারত, চারে ইংল্যান্ড ও পাঁচে দক্ষিণ আফ্রিকা। পাকিস্তান ছয় ও বাংলাদেশ আছে সাত নম্বরে। গত এক বছরে নিজেদের একমাত্র ওয়ানডে সিরিজে গত মার্চে দেশের মাটিতে বাংলাদেশকে ৩-০ ব্যবধানে হারায় নিউজিল্যান্ড। সোমবার বার্ষিক হালনাগাদে ৩ রেটিং পয়েন্ট পেয়ে ১২১ পয়েন্ট নিয়ে তারা ওঠে চূড়ায়। ২০১৭-১৮ মৌসুমের পারফর্মেন্স বিবেচনার বাইরে চলে গেছে এবারের হালনাগাদে। গত বছরের মে মাস থেকে দলগুলোর পারফর্মেন্স বিবেচনায় নেয়া হয়েছে শতভাগ, আগের দুই বছরের পারফর্মেন্স বিবেচনায় এসেছে শতকরা ৫০ ভাগ করে। গত এক বছরে ইংল্যান্ড ওয়ানডে সিরিজ হেরেছে অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে, আয়ারল্যান্ডের কাছেও হেরেছে একটি ম্যাচ। এক নম্বর থেকে এক ধাক্কায় চারে নেমে গেছে বিশ্বচ্যাম্পিয়নরা। টি২০ র‌্যাঙ্কিংয়ের সেরা পাঁচে যথাক্রমেÑ ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান ও অস্ট্রেলিয়া। একধাপ এগিয়ে নয় নম্বরে উঠে এসেছে বাংলাদেশ।
×