ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নয় প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশিত: ২৩:৩৪, ৫ মে ২০২১

নয় প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর নয়টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালত। সোমবার দিনভর বিএসটিআই ও র‌্যাবের যৌথ উদ্যোগে তিনটি ভ্রাম্যমাণ আদালত রাজধানীর মিরপুর ও কেরানীগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব জরিমানা করে। বিএসটিআই জানায়, সোমবার দুপুরে বিএসটিআই ও র‌্যাব-৪ এর যৌথ উদ্যোগে ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমানের নেতৃত্বে মিরপুর এলাকায় আগোরা লিমিটেডকে বিএসটিআইয়ের লাইসেন্স/ছাড়পত্র গ্রহণ ব্যতিরেকে বিস্কুট পণ্যের মোড়কে বিএসটিআইয়ের লোগো ব্যবহার করায় এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় আগোরায় ঢাকা ফার্ম কর্তৃক উৎপাদনকৃত ১২টি পণ্য বিক্রি হচ্ছিল। এগুলোর মোড়কজাতকরণ নিবন্ধন সনদ ছিল না। এছাড়াও ইয়া নবাবী, রেলিশ এভরিডে ব্র্যান্ডের বিস্কুটে যথাক্রমে ৪০০ গ্রামে ৪০ গ্রাম এবং ৪৪০ গ্রামে ৩০ গ্রাম কম ছিল।
×