ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভোলা ও সুনামগঞ্জে বজ্রপাতে গৃহবধূসহ তিনজনের মৃত্যু

প্রকাশিত: ২৩:২৩, ৫ মে ২০২১

ভোলা ও সুনামগঞ্জে বজ্রপাতে গৃহবধূসহ তিনজনের মৃত্যু

জনকণ্ঠ ডেস্ক ॥ বজ্রপাতে মঙ্গলবার দুপুরে গৃহবধূসহ তিন জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ভোলার চরফ্যাশনে দুজন এবং সুনামগঞ্জে একজনের মৃত্যু হয়েছে। খবর নিজস্ব সংবাদদাতাদের। জানা গেছে, ভোলার চরফ্যাশনে বজ্রপাতে আঃ হালিম হাওলাদার নামের এক কৃষক ও ফজিলাতুন নেছা নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ২৪ ঘণ্টায় চরফ্যাশন উপজেলায় চার জনের মৃত্যু হলো। নিহত আঃ হালিম উপজেলার রসুলপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মৃত রুস্তম আলী হাওলাদারের ছেলে। ফজিলাতুন নেছা আহাম্মদপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের আবুল কালামের স্ত্রী। রসুলপুর ইউপি চেয়ারম্যান মোঃ জহিরুল ইসলাম প-িত জানান, জমি থেকে ধান কেটে বাড়ি নেয়ার সময় আঃ হালিম হাওলাদারের ওপর বজ্রপাত পড়ে। স্থানীয়রা তাকে চরফ্যাশন হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নুরাবাদ ইউপির সাবেক চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান জানান, আহাম্মদপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আবুল কালামের স্ত্রী ফজিলাতুন নেছা নদীর কাছে হাঁস খুঁজতে গেলে তার ওপর বজ্রপাত ঘটে, ঘটনাস্থলেই সে মারা যায়। এ সময় ওই ওয়ার্ডে একটি গরুও মারা যায়। এ দিকে সোমবার বজ্রপাতে মৃত দুই কৃষক আলাউদ্দিন ও শাহ আলমের পরিবারকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন ২৫ হাজার টাকা করে ৫০ হাজার টাকা অনুদান দিয়েছেন। সুনামগঞ্জ ॥ দোয়ারাবাজারে বজ্রপাতে আব্দুল বারী (৫৪) নামে একজনের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার পা-ারগাঁও ইউনিয়নের নতুন নগর গ্রামের মৃত মফিজ আলীর পুত্র। মঙ্গলবার দুপুরে বাড়ির পাশের ডেকার হাওড়ে গরু চরাতে গিয়ে কালবৈশাখী ঝড় ও বজ্রপাতের কবলে পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। তার ২ ছেলে ও ৩ মেয়ে রয়েছে। পা-ারগাঁও ইউপি চেয়ারম্যান ফারুক আহমদ বলেন, মঙ্গলবার দুপুরে নতুন নগর গ্রামে বজ্রপাতে আব্দুল বারী নামের একজনের মৃত্যু হয়েছে।
×